ওয়াশিংটন, 18 জানুয়ারি:চলতি সপ্তাহ থেকেই ছাঁটাই পর্ব শুরু করতে চলেছে মাইক্রোসফট (Microsoft to Reduce Workforce) ৷ সংশ্লিষ্ট সূত্র মারফত অন্তত এমনটাই দাবি করা হচ্ছে ৷ সেই দাবি সত্যি হলে বলতে হবে, আগামী কয়েক দিনের মধ্য়েই প্রায় 11 হাজার কর্মীকে (Nearly 11 Thousand Employees) ছাঁটাই করতে চলেছে বিল গেটসের সংস্থা ৷ বলা হচ্ছে, বিশ্বব্যাপী তৈরি হওয়া আর্থিক মন্দার জেরেই এই পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ এই প্রসঙ্গে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, "বিশ্বব্যাপী আর্থিক মন্দা শুরু হয়েছে ৷ এই পরিস্থিতি মাথায় রেখেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট ৷"
এমন খবরে স্বাভাবিকভাবেই ঘুম ছুটে গিয়েছে সংস্থার কর্মীদের ৷ কাকে যে আর্থিক মন্দার বলি হতে হবে, তা নিয়েই চলছে জোর জল্পনা ৷ বুধবার থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷ সেক্ষেত্রে সবথেকে আগে কাঁচি চালানো হতে পারে মানব সম্পদ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ক্ষেত্রে মাইক্রোসফটের এই ছাঁটাই পর্ব সাম্প্রতিক সময় অন্যতম বড় পদক্ষেপ হতে চলেছে ৷ যা একসঙ্গে বহু মানুষকে প্রভাবিত করবে ৷