মেক্সিকো, 6 অক্টোবর: একটি গুলি চালনার ঘটনায় কমপক্ষে 18 জন মারা গিয়েছেন এবং আরও তিনজন জখম হয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমে ৷ স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এটি পরিকল্পিত অপরাধ ৷ স্থানীয় সময় বুধবার বিকেলে গুয়েররেরোর সিটি হলে প্রকাশ্যে গুলি চলে ৷ এতে 18 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ৷ তার মধ্যে আছেন স্থানীয় মেয়রও ৷ স্যান মিগুয়েলের টোটোলাপান শহরের এই ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিয়ো ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে (Mexico shooting killing more than dozens) ৷
মৃতদের মধ্যে একজনের বয়স 12 বছরের কম বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক জেকব মরালেজ ৷ ঘটনায় শোকজ্ঞাপন করেছেন স্থানীয় গভর্নর এভলিন সালগাদো । তিনি বলেন, "পৌরসভার প্রধান-সহ বাকিদের উপর হওয়া এই হামলার আমি তীব্র নিন্দা করি ।' স্প্যানিশ ভাষায় লেখা টুইটে তিনি আরও বলেন,"শহরের নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের কাজ । সেই কাজে কোনওরকম ফাঁক পড়বে না ।" পাশাপাশি তিনি জানান, দোষীদের উফযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে ।