পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Mexican Couple Got Married in Agra: শাহজাহান-মমতাজের গল্পে মুগ্ধ, ভারতে সাতপাকে বাঁধা পড়লেন মেক্সিকোর যুগল - তাজমহল তৈরির গল্প

তাজমহল তৈরির গল্প (love story behind Taj Mahal ) শুনে প্রভাবিত হয়ে গিয়েছিলেন মেক্সিকোর প্রেমিক-প্রেমিকা ৷ তাই ভারতে এসে হিন্দু রীতি মেনে বিয়ে করার সিদ্ধান্ত নেন তাঁরা ৷ সেই বিরল ঘটনার সাক্ষী রইল আগ্রা (Mexican Couple got married) ৷

ETV Bharat
ETV Bharat

By

Published : Sep 18, 2022, 7:19 AM IST

আগ্রা, 18 সেপ্টেম্বর: হিন্দু রীতিনীতি মেনে বিয়ে করলেন মেক্সিকো থেকে আসা প্রেমিক-প্রেমিকা ৷ শুক্রবার উত্তরপ্রদেশের আগ্রায় একটি শিব মন্দিরে বিয়ে সারেন দু'জন ৷ স্থানীয় বন্ধুরাও বিয়েতে উপস্থিত ছিলেন ৷ বিয়ের পর জমিয়ে খাওয়াদাওয়াও হয়েছে রেস্তোরাঁয় ৷ হোটেল কর্মীরাও এই অনুষ্ঠানে অংশ নেন (Mexican couple got married according to Hindu customs at the Shiva temple in Agra) ৷

ভিনদেশি যুগলের বিয়ের ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ চিরাচরিত বিয়ের পোশাক পরেন ক্লডিয়া এবং সেরামিকো ৷ শিব মন্দিরের পুরোহিত মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে হোমাগ্নি ঘিরে সাতপাক ঘোরেন দম্পতি (Claudia and Ceramico circumambulated seven times) ৷ ভারতে তাঁদের গাইড, গাড়িচালক এবং তাঁদের ভারতীয় বন্ধুবান্ধবরাই বরযাত্রী ছিলেন ৷ সবাই নাচগানে মেতে ওঠেন ৷ সারারাত ধরে তুলাকালাম কাণ্ড হয় ৷

আরও পড়ুন: হিমাচলে এক হল রাশিয়া-ইউক্রেন, যুদ্ধের মাঝে 'আশ্রয়' ভারত

ক্লডিয়া বলেন, "শাহজাহান ও মমতাজের ভালোবাসার গল্প শুনে মুগ্ধ হয়ে গেছি ৷ আমাদের ভালোবাসাকেও অমর করতে রাখতে চাই ৷ বিয়েটা তাই এমনভাবে করতে চেয়েছিলাম যাতে তা সারাজীবন মনে থাকে ৷ এই ভাবনা থেকেই ভারতে আসার পরিকল্পনা করি ৷ তাজমহলের শহরে বিয়ের সিদ্ধান্ত নিই ৷" জানা গিয়েছে, মেক্সিকোর বাসিন্দা এই দম্পতি বিগত দশ বছর ধরে একসঙ্গে রয়েছেন ৷ তাজমহলে সূর্যোদয় দেখে তারপর বিয়ে সারেন ক্লডিয়া এবং সেরামিকো ৷

ABOUT THE AUTHOR

...view details