হায়দরাবাদ, 15 নভেম্বর: ইস্তফা দিলেন ভারতে হোয়্যাটসঅ্যাপের প্রধান অভিজিৎ বসু ৷ তাঁর সঙ্গে মঙ্গলবার ফেসবুক পাবলিক পলিসি ডিরেক্টর রাজীব আগরওয়ালও পদত্যাগ করলেন ৷ 9 নভেম্বর মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) সংস্থা মেটা ঘোষণা করে, তারা তাদের কর্মচারীর 9 শতাংশ কমিয়ে দেবে ৷ অর্থাৎ সবমিলিয়ে প্রায় 11 হাজার কর্মচারীকে (Facebook layoff) ছাঁটাই করা হবে ৷ তারপরই মেটার দুই ভারতীয় পদ ছাড়লেন (WhatsApp India head Abhijit Bose and Facebook Public Policy Director Rajiv Aggarwal steps down) ৷
হোয়্যাটসঅ্যাপ পাবলিক পলিসি ডিরেক্টর শিবনাথ ঠুকরালই (Shivnath Thukral) রাজীব আগরওয়ালের স্থলাভিষিক্ত হচ্ছেন বলে মনে করা হচ্ছে ৷ অর্থাৎ, ঠুকরালই ভারতে মেটার সব ব্র্যান্ডগুলির পাবলিক পলিসি ডিরেক্টর হচ্ছেন ৷ তবে অভিজিৎ বসুর জায়গায় কে বসবেন, তা এখনও পরিষ্কার নয় ৷