পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Meta India Officials Steps Down: ভারতের হোয়াটসঅ্যাপ প্রধান অভিজিৎ বসুর ইস্তফা, পদ ছাড়লেন রাজীব আগরওয়ালও - Facebook

মার্ক জুকারবার্গের সংস্থা থেকে সরে দাঁড়ালেন ভারতীয় দুই আধিকারিক ৷ একজন ভারতে হোয়্যাটসঅ্যাপের প্রধান অভিজিৎ বসু ৷ আরেকজন ফেসবুকের রাজীব আগরওয়াল (WhatsApp India head and Facebook Public Policy Director steps down) ৷

WhatsApp India
ETV Bharat

By

Published : Nov 15, 2022, 7:37 PM IST

হায়দরাবাদ, 15 নভেম্বর: ইস্তফা দিলেন ভারতে হোয়্যাটসঅ্যাপের প্রধান অভিজিৎ বসু ৷ তাঁর সঙ্গে মঙ্গলবার ফেসবুক পাবলিক পলিসি ডিরেক্টর রাজীব আগরওয়ালও পদত্যাগ করলেন ৷ 9 নভেম্বর মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) সংস্থা মেটা ঘোষণা করে, তারা তাদের কর্মচারীর 9 শতাংশ কমিয়ে দেবে ৷ অর্থাৎ সবমিলিয়ে প্রায় 11 হাজার কর্মচারীকে (Facebook layoff) ছাঁটাই করা হবে ৷ তারপরই মেটার দুই ভারতীয় পদ ছাড়লেন (WhatsApp India head Abhijit Bose and Facebook Public Policy Director Rajiv Aggarwal steps down) ৷

হোয়্যাটসঅ্যাপ পাবলিক পলিসি ডিরেক্টর শিবনাথ ঠুকরালই (Shivnath Thukral) রাজীব আগরওয়ালের স্থলাভিষিক্ত হচ্ছেন বলে মনে করা হচ্ছে ৷ অর্থাৎ, ঠুকরালই ভারতে মেটার সব ব্র্যান্ডগুলির পাবলিক পলিসি ডিরেক্টর হচ্ছেন ৷ তবে অভিজিৎ বসুর জায়গায় কে বসবেন, তা এখনও পরিষ্কার নয় ৷

আরও পড়ুন: টুইটারের পথেই ফেসবুকের মূল কোম্পানি মেটা ! ছাঁটাই 13% কর্মী

হোয়্যাটসঅ্যাপের প্রধান উইল ক্যাথাকার্ট (Will Cathcart) একটি বিবৃতিতে জানিয়েছেন, "অভিজিৎ বসু ভারতে হোয়্যাটস্যাপের প্রথম প্রধান ৷ তাঁর বিশেষ অবদানের জন্য তাঁকে আমি ধন্যবাদ জানাতে চাই ৷ আমাদের দল নতুন নতুন পরিষেবা দিয়েছে লক্ষ লক্ষ মানুষ এবং বাণিজ্যিক সংস্থাকে, যা থেকে তাঁরা উপকৃত হয়েছেন ৷ অভিজিৎ বসুর উদ্যম এই কাজে সাহায্য করেছে ৷ ভারতের জন্য হোয়্যাটসঅ্যাপের এখনও অনেক কিছু করা বাকি ৷ ভারতের প্রগতিশীল ডিজিটাল রূপান্তরকে সাহায্য করতে পেরে আমরা উচ্ছ্বসিত ৷"

ABOUT THE AUTHOR

...view details