ডমিনিকা, 15 এপ্রিল:পলাতক হিরে ব্যবসায়ীর পক্ষেই রায় দিল আদালত ৷ জানিয়ে দিল, এখনই অ্যান্টিগা ও বারবুডা থেকে বের করে দেওয়া যাবে না মেহুল চোকসিকে ৷ শুক্রবার দেশের হাইকোর্ট একথা স্পষ্ট জানিয়ে দিল ৷ তাই আপাতত ক্যারিবিয়ান দ্বীপে সুরক্ষিত থাকতে পারবেন ভারতের পলাতক হিরে ব্যবসায়ী ৷ মেহুল চোকসি একটি মামলা দায়ের করেন ৷ সেখানে তিনি অ্যান্টিগার অ্যাটর্নি জেনারেল ও পুলিশ প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেন ৷
তিনি জানান, তাঁর বিরুদ্ধে সম্পূর্ণ তদন্ত করতে চায় ৷ এর ফল অমানবিক হতে পারে ৷ পাশাপাশি তাঁর চিকিৎসার অবনতি অথবা তাঁকে শাস্তি দিতে পারে অ্যান্টিগা প্রশাসন ৷ এমনটাই জানিয়েছে ডমিনিকার একটি সংবাদমাধ্যম ৷ উলটে মেহুল চোকসি দাবি করেন, 2021 সালের 23 মে তাঁকে অ্যান্টিগা ও বারবুডা থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় ৷ এই ঘটনার তদন্ত চলছে ৷ এই তদন্ত থেকে রেহাই চেয়ে আবেদন জানিয়েছেন পলাতক হিরে ব্যবসায়ী ৷ হাইকোর্ট অবশ্য নির্দেশে জানিয়েছে, আদালতকে না-জানিয়ে অ্যান্টিগা ও বারবুডা থেকে মেহুল চোকসিকে বের করা যাবে না ৷
প্রসঙ্গত, ভারতে পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 14 হাজার কোটিরও বেশি টাকার আর্থিক প্রতারণায় অভিযুক্ত মেহুল চোকসি ৷ তিনি ভারত থেকে পালিয়ে ক্যারিবিয়ার অ্যান্টিগা ও বারবুডা দ্বীপপুঞ্জে গিয়ে আশ্রয় নেন৷ 2021 সালের 23 মে বিকেল থেকে মেহুল চোকসিকে পাওয়া যাচ্ছিল না ৷ প্রথমে সন্দেহ করা হয়েছিল, তিনি কারও সঙ্গে নৈশভোজে বেরিয়েছেন ৷ পরে জানা যায়, তিনি কিউবায় পালানোর চেষ্টা করেছেন ৷ তাঁকে ক্যারিবিয়ার আরেকটি দ্বীপরাষ্ট্র ডমিনিকা থেকে পাওয়া যায় ৷ যদিও চোকসি পালটা দাবি করেন, ভারতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁকে অপহরণ করে ডমিনিকায় নিয়ে গিয়েছে ৷ তাঁর উপর অত্যাচার করার অভিযোগ তুলেছিলেন মেহুল চোকসি ৷
সম্প্রতি ইন্টারপোলের রেড নোটিশ তালিকা থেকেও তাঁর নাম বাদ গিয়েছে ৷ এবার অ্যান্টিগা-বারবুডা হাইকোর্টের এই নির্দেশে তাঁর স্বস্তি আরও খানিকটা বাড়ল ৷ তবে দেশের সরকারি সূত্রে জানা গিয়েছে, ইন্টারপোলের রেড নোটিশ তালিকা থেকে মেহুল চোকসির নাম অপসারিত হলেও পিএনবি ব্যাংক প্রতারণা মামলায় তার কোনও প্রভাব পড়বে না ৷ যদিও এর মধ্যে মেহুল চোকসিকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা ব্যর্থ হয়েছে ৷
আরও পড়ুন: ইন্টারপোলের রেড নোটিশ থেকে চোকসির নাম সরলেও তার প্রভাব পড়বে না পিএনবি কেলেঙ্কারি মামলায়: সূত্র