পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কাতারে ভারতের কূটনৈতিক সাফল্য! 8 ভারতীয়র মৃত্যুদণ্ডের সাজা মকুব - eight Indians in Qatar

Death sentences of eight Indians in Qatar commuted: কাতারে 8 ভারতীয়র মৃত্যুদণ্ডের সাজা মকুব করল আদালত ৷ অক্টোবরে তাঁদের মৃত্যুদণ্ডের সাজা দেয় কাতারের একটি আদালত ৷

ETV Bharat
কাতারে 8 ভারতীয়ের মৃত্যুদণ্ডের সাজা মকুব

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 4:00 PM IST

Updated : Dec 28, 2023, 4:26 PM IST

নয়াদিল্লি ও দোহা, 28 ডিসেম্বর:আট ভারতীয়র মৃত্যুদণ্ডের সাজা রদ করেছে কাতার ৷ আট জনই প্রাক্তন নৌ-আধিকারিক ৷ একটি বিবৃতিতে এই কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক ৷ নৌসেনার ওই প্রাক্তন 8 জন আধিকারিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে ৷ কাতারে তাঁদের মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল ৷

বুধবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, "আজ কোর্ট অফ আপিল অফ কাতারের রায় অনুযায়ী, দাহরা গ্লোবান কেসে মৃত্যুদণ্ডের সাজা মকুব করা হয়েছে ৷ তবে বিস্তারিত রায় এখনও আসেনি ৷ কাতারে আমাদের রাষ্ট্রদূত এবং অন্য আধিকারিকরা আজ আদালতে উপস্থিত ছিলেন ৷ তাঁদের সঙ্গে 8 জনের পরিবারের সদস্যরাও ছিলেন ৷ এই বিষয়ের প্রথম থেকেই আমরা নৌ-আধিকারিকদের পাশে রয়েছি ৷ আমরা তাঁদের আইনি সব সাহায্য করে যাব ৷"

2022 সালের অগস্ট মাসে আট ভারতীয়কে গ্রেফতার করে কাতার প্রশাসন ৷ তাঁরা সবাই দোহায় অবস্থিত দাহরা গ্লোবাল নামের একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন ৷ তাঁদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে ৷ তবে গ্রেফতারির সময় তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রকাশ্যে আনেনি কাতার সরকার ৷

এরপর এবছরের অক্টোবরে ওই আট ভারতীয়কে মৃত্যুদণ্ডের সাজা দেয় কাতারের একটি আদালত ৷ নভেম্বরে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, মৃত্যদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয়দের ছাড়িয়ে আনতে সব রকম আইনি সাহায্য করবে ভারত সরকার ৷ গত মাসেই ভারত কাতারের কোর্ট অফ আপিলে মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে আবেদন জানায় ৷ তারপর আজ এই খবর কিছুটা হলেও স্বস্তি দিয়েছে বলাই যায় ৷ তবে বিদেশমন্ত্রক বিবৃতিতে এও জানিয়েছে, "এই মামলাটি অত্যন্ত স্পর্শকাতর এবং গোপনীয় ৷ তাই এবিষয়ে খুব বেশি কিছু বলা যথার্থ নয় ৷"

আরও পড়ুন:

  1. কাতার মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতীয়দের সাজা মকুবে আইনি পদক্ষেপ নয়াদিল্লির
  2. প্রাক্তন নৌসেনা অফিসারদের দেশে ফেরাতে দিল্লির হাতিয়ার ভারত-কাতার চুক্তি
  3. কাতারকে নিয়ে নয়া কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি ভারত
Last Updated : Dec 28, 2023, 4:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details