লাহাইনা (হাওয়াই), 13 অগস্ট:মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের ভয়াবহ দাবানল এখনও পর্যন্ত কমপক্ষে 89 জনের প্রাণ কেড়েছে ৷ এটিকে গত 100 বছরের সবচেয়ে মারাত্মক দাবানল হিসেবে ব্যাখ্যা করেছে বাইডেন প্রশাসন ৷ এই দাবানল হাওয়াইয়ের সুন্দর ও মনোরম শহর মাউইকে সমস্ত দিক থেকে বিপর্যস্ত করেছে ৷ এর আগে উত্তর ক্যালিফোর্নিয়ায় 2018 সালের ক্যাম্প ফায়ারে 85 জনের মৃত্যু হয়েছিল ৷ সদ্য প্রকাশিত পরিসংখ্যান থেকে স্পষ্ট হাওয়াইয়ের দাবানল, ক্যাম্প ফায়ারের ঘটনায় মৃতের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে ৷
মাউইতে আরও দুটি জায়গায় আগুন জ্বলছে ৷ তবে এখনও পর্যন্ত সেই সব জায়গা থেকে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ দক্ষিণ মাউয়ের কিহেই এলাকায় এবং পাহাড়ি এলাকায় দাবানলের ঘটনা ঘটেছে ৷ পাহাড়ি এলাকায় বসবাসকারী অভ্যন্তরীণ সম্প্রদায়গুলি আপকান্ট্রি নামে পরিচিত । লাহাইনার উত্তরে পশ্চিম মাউয়ের উপকূলীয় এলাকা কানাপালিতে শুক্রবার সন্ধ্যায় চতুর্থ দাবানলটি ছড়িয়ে পড়ে ৷ তবে প্রশাসনের তৎপরতায় আগুনটি নেভানো সম্ভব হয়েছে ৷
ইতিমধ্যে হাওয়াই দ্বীপের মাউইতে মারাত্মক দাবানল থেকে বেঁচে যাওয়া মানুষদের উদ্ধারের কাজ চলছে ৷ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাহায্যে মৃতদেহ খুঁজে বের করার কাজ হচ্ছে ৷ পাশাপাশি, শনিবার আধিকারিকরা 4 হাজার জনেরও বেশি লোককে উদ্ধার করে অস্থায়ী শিবিরে নিয়ে গিয়েছে ৷
দাবানলের জেরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে ৷ 30টি সেল টাওয়ার এখনও অফলাইন রয়েছে ৷ পাশাপাশি দ্বীপের পশ্চিম দিকে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে ৷ পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ লেগে যাবে বলে মনে করা হচ্ছে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, কিছু জায়গায় আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এদিকে প্রশাসন জানিয়েছে, উদ্ধার কাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা। প্রসঙ্গত, এক শতাব্দী আগে 1918 সালের ক্লোকেট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে উত্তর মিনেসোটায় ৷ সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি গ্রামকে ধ্বংস করে দেয় ৷ এই ঘটনায় হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ ।
আরও পড়ুন:ক্যালিফোর্নিয়ার দাবানলে বেড়েছে কার্বন মনোক্সাইডের ঘনত্ব, উদ্বিগ্ন NASA