লন্ডন, 24 অক্টোবর:ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক (Markets Positive About Sunak) ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েই উত্তরাধিকারসূত্রে পেলেন এমন একটি অর্থনীতি, যা মারাত্মক মন্দায় চলছে ৷ মুদ্রাস্ফীতি চার দশকের মধ্যে সর্বোচ্চ, ক্রমবর্ধমান সুদের হার এবং গ্রাহকদের হতাশ মনোভাব - এই সবকিছু থেকেই এখন স্পষ্ট ব্রিটেনের অর্থনীতির দুরবস্থা (UK Economy In Crisis)। প্রধানমন্ত্রী (Markets Positive About Rishi Sunak) পদের দৌড়ে থাকাকালীনই সুনাক বলেছিলেন যে, তিনি অর্থনীতির দিকটি সবার আগে ঠিক করতে চান ৷ তিনি ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন ৷ সবমিলিয়ে যে বাজার সুনাকের (Rishi Sunak) পূর্বসূরি লিজ ট্রাসের পতন ঘটিয়েছিল, সেই বাজার এখনও পর্যন্ত নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রীর (New British PM) প্রতি একটি অনুকূল দৃষ্টিভঙ্গি নিয়ে রয়েছে ।
অর্থনীতির ডুবন্ত জাহাজকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে তিনি কী কী পরিকল্পনা নিতে চলেছেন, সে বিষয়ে বিশদে সুনাক এখনও কিছু না জানালেও, ট্রাসের বিরুদ্ধে কনজারভেটিভ পার্টির নেতা পদে প্রতিদ্বন্দ্বিতা করার সময়ই তিনি বলে দিয়েছিলেন যে, বিদায়ী প্রশাসনের আর্থিক ব্যবস্থা ব্রিটেনের অর্থনীতিকে পতনের দরজায় ঠেলে দেবে ৷ তাঁর এই কথাই বাজারের স্নায়ু ধরে রাখতে কিছুটা সাহায্য করে ৷
সংবাদ সংস্থা এএফপি এর আগে জানিয়েছিল যে, ইউরোপীয় স্টক এবং পাউন্ডের দাম বেড়েছে কারণ বাজারগুলি সুনাকের প্রধানমন্ত্রী পদ নিশ্চিত হওয়ার জন্য তারা অপেক্ষা করছে । ব্লুমবার্গ ইকোনমিক্সের দাবি, প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সংক্ষিপ্ত মেয়াদকালের জন্য ব্রিটেনের অর্থনীতিকে একটি বড় মূল্য বহন করতে হবে । সোমবার প্রকাশিত নয়া পূর্বাভাসে বলা হয়েছে, ট্রাসের সরকারের 23 সেপ্টেম্বর বিতর্কিত কর ছাড়ের ঘোষণার আগের দেওয়া পূর্বাভাসের তুলনায় আগামী বছরের জিডিপি প্রায় 2 শতাংশ কম হতে পারে ৷