টোকিয়ো, 3 জানুয়ারি:বছরের শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। 1 জানুয়ারি জাপানে পরপর ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতাও জারি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সুনামির ভয়াবহতা দেখা না-দিলেও বছরের প্রথমদিনেই শক্তিশালী (রিকটার স্কেলে 7.6) ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের ইশিকাওয়া প্রদেশ। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক মিটার উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়ে স্থলভাগে। ভূমিকম্পের দু'দিন পর ধ্বংসস্তূপের মধ্যে এখনও প্রিয়জনদের খুঁজে চলেছেন অনেকেই। ভয়ঙ্কর ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 65 ৷
ভূমিকম্পের জেরে দু'ভাগ হয়ে যায় রাস্তাঘাট, ভেঙে পড়ে বাড়িঘর। একাধিক জায়গায় অগ্নিকাণ্ডও ঘটেছে। জাপান প্রশাসনের তরফে ফের ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি ও হড়পা বানেরও সতর্কতা জারি করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময়ের চেয়ে এগিয়ে চেষ্টা করছে প্রশাসন। বন্ধ হয়ে রয়েছে একাধিক হাইওয়ে ৷ 33 হাজারেরও বেশি বাড়ি এখনও বিদ্যুৎহীন।