রাবাত (মরক্কো), 9 সেপ্টেম্বর: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কো ৷ সে দেশের গৃহমন্ত্রক সূত্রে পাওয়া শেষ খবর অনুযায়ী প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা 1 হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ আহতের সংখ্যা পেরিয়ে গিয়েছে সাতশো ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের ৷ রাজধানী রাবাতের অ্যাটলাস পর্বতে মাররাকেচ গ্রামটি ইউনেসকো হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত ৷ এই ঐতিহাসিক গ্রামের বিভিন্ন ভবনের দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷
শুক্রবার রাতে শক্তিশালী ভূমকম্প হয় উত্তর-পশ্চিম আফ্রিকায় অবস্থিত মরক্কোয় ৷ রিখটার স্কেলে এই ভূকম্পনের তীব্রতা ছিল 6.8 ৷ এর কেন্দ্রস্থল মাররাকেচ গ্রামের প্রায় 70 কিলোমিটার দক্ষিণে অ্যাটলাস পর্বত ৷ উত্তর আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ টুবকাল এবং জনপ্রিয় স্কি রিসর্ট উকেমেডেনের কাছেই ভূমিকম্পের কেন্দ্রস্থলটি রয়েছে বলে জানা গিয়েছে ৷
আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, শুক্রবার রাত 11.11 মিনিটে 6.8 তীব্রতার ভূমিকম্প হয় ৷ এর ফলে কয়েক সেকেন্ড ধরে কেঁপে ওঠে এলাকা ৷ এই ভূমিকম্পের 19 মিনিট পর ভূকম্পন-পরবর্তী কম্পন অনুভূত হয় ৷ মার্কিন ভূতত্ত্ব গবেষণা সংস্থা অনুযায়ী ভূমিকম্পের উৎসস্থল মাটির 18 কিলোমিটার বা 11 মাইল গভীরে অবস্থিত ৷ তবে মরক্কোর সরকারি সংস্থা অনুযায়ী, এই ভূকম্পনের কেন্দ্র ভূ-পৃষ্ঠের 8 কিলোমিটার বা 5 মাইল গভীরে ৷
এই দৃশ্যের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ৷ সেখানে দেখা যাচ্ছে, শহরের গুরুত্বপূর্ণ জায়গার বহু বাড়িতে ফাটল ধরেছে ৷ রাজধানী রাবাতের রাস্তা দিয়ে লোকজন আতঙ্কে ছোটাছুটি করছে ৷ এখানে সবচেয়ে বেশি সংখ্যায় পর্যটকেরা ভিড় করেন ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ তিনি এক্সে (টুইটারে) লিখেছেন, "মরক্কোতে ভূমিকম্প হয়েছে ৷ সেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছেন ৷ এই ঘটনায় আমি ব্যথিত ৷ এই দুঃখের সময় মরক্কোবাসীর জন্য আমি প্রার্থনা করছি ৷ যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের জন্য সমবেদনা রইল ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷ এই দুঃসময়ে ভারত মরক্কোকে সব দিক দিয়ে সাহায্য করতে প্রস্তুত ৷"
মরক্কোর অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, অন্ততপক্ষে 296 জনের মৃত্যু হয়েছে ৷ বেশি ক্ষতি হয়েছে শহরের বাইরের অংশে এবং শহরতলিতে ৷ কোথাও কোথাও রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ৷ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, অ্যাম্বুলেন্স চলাচলের জন্য রাস্তা পরিষ্কারের কাজ চলছে ৷ তবে কয়েকটি জায়গায় গ্রামগুলি পাহাড়ের গায়ে রয়েছে ৷ তাই সেই প্রত্যন্ত এলাকাগুলিতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি ৷ এদিনের ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, পর্তুগালের ভূতত্ত্ব গবেষণা সংস্থা জানিয়েছে, এই কম্পন পর্তুগাল, আলজেরিয়াতেও অনুভূত হয়েছে ৷
আরও পড়ুন: আতঙ্কের সোমবার ! ফের জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, মৃত কমপক্ষে 3