পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Temple Attacked in Bangladesh: বাংলাদেশে একাধিক মন্দিরে দুষ্কৃতী তাণ্ডব, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস পুলিশের - temples vandalised in Bangladesh

শনিবার গভীর রাতে উত্তর-পশ্চিম বাংলাদেশে একাধিক মন্দিরে হামলা চালায় দুষ্কৃতীরা ৷ ঘটনাটিকে সম্প্রীতি নষ্টের চেষ্টার পরিকল্পিত হামলা বলেই দেখছে সে দেশের পুলিশ (Bangladesh temple attacked) ৷

ETV Bharat
প্রতীকী ছবি

By

Published : Feb 5, 2023, 11:02 PM IST

ঢাকা (বাংলাদেশ), 5 ফেব্রুয়ারি: একাধিক মন্দিরে হামলার ঘটনা ঘটল বাংলাদেশে ৷ রবিবার সে দেশের পুলিশ জানিয়েছে, কম করে 14টি হিন্দু মন্দিরে শনিবার গভীর রাতে হামলা চালায় দুষ্কৃতীরা ৷ আক্রমণকারীদের এখনও সনাক্ত করা সম্ভব হয়নি ৷ উত্তর-পশ্চিম বাংলাদেশে এই ঘটনা ঘটেছে বলে সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে (temples vandalised in Bangladesh) ৷

বাংলাদেশের ঠাকুরগাঁও'য়ের তিনটি উপজেলায় এই হামলার ঘটনা ঘটে ৷ অন্ধকারে অজ্ঞাত পরিচয় একদল দুষ্কৃতী হামলা চালায় ও মন্দিরগুলি লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে বলে এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন বিদ্যানাথ বর্মন নামে বালিয়াডাঙ্গির একটি হিন্দু গোষ্ঠীর নেতা ৷ তিনি আরও জানিয়েছেন, মন্দিরের কিছু মূর্তি ভাঙা হয়েছে ও কিছু মূর্তি মন্দিরের পাশের পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে ৷ দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন তিনি (Bangladesh temple attack incident) ৷

আরও পড়ুন:আমেরিকার মিসাইলে আটলান্টিকে চিনে-গুপ্তচর বেলুন ! পালটা অভিযোগ বেজিংয়ের

বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সদভাব নষ্ট করতে দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সেখানকার হিন্দু ইউনিয়ন পরিষদের এক নেতা সময় চট্টোপাধ্যায় ৷ তাঁর দাবি, এই এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে ৷ আগে কখনও এরকম ঘটনা ঘটেনি ৷ এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষদের সঙ্গে হিন্দুদের কোনও বিরোধ নেই ৷ তাই কারা এই কাণ্ড ঘটালো তা নিয়ে প্রশ্ন জাগছে ৷

বালিডাঙ্গি পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ খইরুল আনম জানিয়েছেন, শনিবার গভীর রাতে এই কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা ৷ একাধিক গ্রামের মন্দিরে হামলা চালানো হয় ৷ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ প্রধান জাহাঙ্গির হোসেনও ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ ৷ দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে ৷ এই হামলার ঘটনাকে দেশের শান্তি ও সম্প্রীতি নষ্টের এক ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন ঠাকুরগাঁওয়ের ডেপুটি কমিশনার মেহবুর রহমান ৷

ABOUT THE AUTHOR

...view details