তেল আভিভ, 8 অক্টোবর:ইজরায়েল-হামাস সংঘাত আরও বাড়ল। আবারও আঘাত হানাল হামাস। প্রথমে হামলা চালায় হামাস। পালটা দেয় ইজরায়েল। এবার আবারও হামলা চালাল হামাস। সবমিলিয়ে ইজরায়েলে মৃতের সংখ্যা বেড়ে হল কমপক্ষে 300। এর আগে স্থানীয় সময় শনিবার সকালে আঘাত হানে হামাসের রকেট । তারপর ইজরায়েলে অনুপ্রবেশ ৷ এরই পালটা দিল হামাস। ইজরায়েল কী করে এই পরিস্থিতির মোকাবিলা করে সেটাই এখন দেখার।
আচমকা আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় ইজরায়েলের আকাশ ৷ মাটিতে হাজার হাজার রকেট আছড়ে পড়তে শুরু করে ৷ ইজরায়েল এই হামলার জন্য প্রস্তুত ছিলেন না। মুহূর্তে ছড়ায় আতঙ্ক আর বিশৃঙ্খলা। এই হামলায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে অন্তপক্ষে 300 জনের ৷ হামাসের হামলায় এই সংখ্যা আরও বাড়তে বলে আশা করা হচ্ছে ৷ এর পাশাপাশি 1 হাজার 590 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন ৷ এরপরই জঙ্গি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল সরকার।
উল্লেখ্য, প্যালেস্তাইন-ইজরায়েলের মধ্যে বিবাদ বহু পুরনো। জেরুজালেম ও গাজা স্ট্রিপের দখলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ঘাত-প্রতিঘাত লেগেই থাকে। সম্প্রতি গাজা সীমান্তে প্যালেস্তাইনি শ্রমিকদের যাতায়াত বন্ধ করে দেয় ইজরায়েল সরকার। তারপর থেকেই ধীরে ধীরে বাড়ছে উত্তেজনা বাড়ছিল। এর মধ্যেই গতকাল আচমকা হামলা করে হামাস গোষ্ঠী ৷