নিউইয়র্ক, 2 এপ্রিল: টর্নেডোয় লণ্ডভণ্ড আমেরিকা যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্য ৷ শুক্রবার রাতে মার্কিন মুলুকের দক্ষিণ-মধ্যাংশের বিভিন্ন প্রদেশে তাণ্ডব চালায় একাধিক টর্নেডো। সংখ্যাটা নিশ্চিত করে বলা না-গেলেও দশের বেশি টর্নেডো গত দু'দিনে আছড়ে পড়েছে সেদেশে ৷ যার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে 26 জনের ৷ আরও মৃত্যুর আশঙ্কা রয়েই যাচ্ছে। আরকানসাস, আলবামা, ইন্ডিয়ানার মতো অন্তত সাতটি প্রদেশ টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিবিসি'র তরফে এমনটাই জানানো হয়েছে।
মার্কিন মুলুকের হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শুক্রবার এবং শনিবার প্রায় ডজন খানেক টর্নেডো সর্বশক্তি নিয়ে ধেয়ে এসেছে নানা শহরে। আরকানসাস, আলবামা, ইন্ডিয়ানার মতো অন্তত সাতটি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভয়াবহ টর্নেডোর জেরে। পরিস্থিতি মোকাবিলায় মিসৌরি ও আরকানসাস রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাজ্য দু'টিতে টর্নেডোর কারণে হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। টর্নেডোর তাণ্ডবে আরকানসাস রাজ্যের অন্তত 30 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপে চাপা পড়েছিলেন। ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। ফলে পরিষেবা কখন স্বাভাবিক করা যাবে, তা অনিশ্চিত।