পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

দক্ষিণ আফ্রিকায় প্ল্যাটিনাম খনিতে লিফট ভেঙে 11জন শ্রমিকের মৃত্যু - প্ল্যাটিনাম খনিতে লিফট ভেঙে মৃত 11

Workers Death in Platinum Mine: দক্ষিণ আফ্রিকার রাস্টেনবার্গে প্ল্যাটিনাম খনিতে লিফট ভেঙে 11 জনের মৃত্যু হয়েছে ৷ জখম হয়েছেন 75 জন ৷ দেশে 2022 সালে খনির দুর্ঘটনায় 49 জন নিহত হয়েছিল ৷

several killed at platinum mine
প্ল্যাটিনাম খনিতে শ্রমিকের মৃত্যু

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 6:29 PM IST

জোহানেসবার্গ, 28 নভেম্বর: দক্ষিণ আফ্রিকার প্ল্যাটিনাম খনিতে দুর্ঘটনা ৷ ভেঙে পড়ল শ্রমিক বোঝাই লিফট ৷ ঘটনায় 11 জন শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 75 জন লিফটে থাকা শ্রমিক ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছে খনি অপারেটর ।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উত্তরাঞ্চলের শহর রাস্টেনবার্গের একটি প্ল্যাটিনাম খনিতে ৷ সে সময় শ্রমিকদের কাজ শেষে বেরিয়ে আসছিলেন । আহত শ্রমিকদের হাসপাতালে ভরতি করা হয়েছে । ইমপালা প্ল্যাটিনাম হোল্ডিংসের (ইমপ্ল্যাটস) সিইও নিকো মুলার এক বিবৃতিতে বলেছেন, "এটি ইমপ্ল্যাটসের ইতিহাসে সবচেয়ে অন্ধকার দিন । লিফটটি কী কারণে ভেঙে পড়ল, তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে ।"

দক্ষিণ আফ্রিকা বিশ্বের বৃহত্তম প্ল্যাটিনাম উৎপাদনকারী দেশ । 2022 সালে এই দেশে খনি দুর্ঘটনায় মোট 49 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে ৷ 2021 সালে মৃতের সংখ্যা ছিল 74 । দক্ষিণ আফ্রিকার সরকারি পরিসংখ্যান অনুসারে, 2000 সালের প্রায় 300 জনের মৃত্যু হয়েছিল খনি দুর্ঘটনায় ৷ তারপর থেকে গত দুই দশকে দেশে খনি দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমাগতভাবে হ্রাস পেয়েছে ।

উল্লেখ্য, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীতে টানেলের ভিতর আটকে পড়েছে 41 জন শ্রমিক ৷ 17 দিন ধরে সেখানে আটকে রয়েছেন তাঁরা ৷ তবে এই মুহূর্তে উদ্ধারের কাজ শেষের পথে ৷ উদ্ধারকারী দল মঙ্গলবার সিল্কিয়ারা টানেল উদ্ধার অভিযানে বড় সাফল্য পেয়েছে । ব়্যাট-হোল খুঁড়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের পথ প্রশস্ত করা হয়েছে ৷ পাশাপাশি ইতিমধ্যে ম্যানুয়াল ড্রিলিংয়ের মাধ্যমে পাইপ এনট্র্যাপমেন্ট এলাকায় পৌঁছেছে ৷ টানেল থেকে শ্রমিকদের দ্রুত উদ্ধারের অপেক্ষায় পবিরারের লোকেরা ৷

আরও পড়ুন:

  1. জামুড়িয়ায় কয়লা খনিতে পাথর চাপা পড়ে নাবালকের মৃত্যু
  2. দুর্গাপুরে কয়লাখনির চাঙর ভেঙে পড়ে মৃত্যু সুপারভাইজারের, আহত 2 শ্রমিক
  3. দোরগোড়ায় মাহেন্দ্রক্ষণ, উত্তরকাশীতে 16 দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধারের পথে 41 শ্রমিক

ABOUT THE AUTHOR

...view details