লাস ভেগাস, 12 ডিসেম্বর:এক মহিলা ও তিন শিশুকে গুলি করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি ৷ ঘটনাটি ঘটেছে লাস ভেগাস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ৷ ঘটনায় মৃত্যু হয়েছে মহিলা-সহ দুই শিশুর ৷ গুলির আঘাতে গুরুতর আহত হয়েছে আর এক শিশু ৷ সে হাসপাতালে চিকিৎসাধীন ৷ তবে মহিলা ও শিশুরা ওই ব্যক্তির পরিচিত বা আত্মীয় কি না তা এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷
পুলিশ হোমিসাইড লেফটেন্যান্ট রবার্ট প্রাইস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে সাংবাদিকদের বলেন, "মৃত ব্যক্তির ভাই সকাল 10টার দিকে (স্থানীয় সময়) মহিলা-সহ পাঁচজনকে দেখতে পান ৷ তিনি পুলিশকে খবর দেন ৷ পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে নিয়ে যায় এবং আহত শিশুটিকে হাসপাতালে ভরতি করে ৷ মৃত ব্যক্তির ভাই প্রাইস তাৎক্ষণিকভাবে তাঁর দাদাকে শনাক্ত করতে পারেননি ৷ তবে একটি মামলায় দাদা গৃহবন্দি ছিলেন বলে তিনি জানান । তিনি বলেন, "পুলিশ এখনও জানে না যে বন্দুকধারী এবং মহিলা ও শিশুদের মধ্যে কোনও সম্পর্ক ছিল কি না ।"
লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ের উত্তর-পশ্চিমে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এই হামলার ঘটনাটি ঘটে ৷ গত সপ্তাহে ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে এবং বিজনেস স্কুলের একটি ভবনে গুলি চালিয়েছিল এক বন্দুকধারী ৷ এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্য থেকে তিনজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন । পুলিশ সেই শ্যুটারকে অ্যান্থনি পলিটো হিসাবে শনাক্ত করেছে ৷ তিনি উত্তর ক্যারোলিনার দীর্ঘদিনের ব্যবসায়িক বিষয়ক অধ্যাপক ৷ পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ইউএনএলভি এবং অন্যান্য নেভাদা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তাঁকে আধ্যাপক হিসাবে নিযুক্ত করতে চায়নি । তাই তিনি হামলা চালান ৷ বিশ্ববিদ্যালয় পুলিশের সঙ্গে এনকাউন্টারের সময় অ্যান্থনি পলিটো নিহত হন ।
(সংবাদ সূত্র: এপি)
আরও পড়ুন:
- স্ত্রী ও 2 সন্তানের গলা কেটে খুন করে আত্মঘাতী ব্যক্তি! সুইসাইড নোটে লেখা নৃশংসতার কারণ
- স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে আত্মঘাতী চিকিৎসক
- গলা কেটে স্ত্রী ও পাঁচ বছরের ছেলেকে খুন করে আত্মঘাতী শিক্ষক