নয়াদিল্লি, 4 জানুয়ারি: নেশাগ্রস্ত অবস্থায় এক পুরুষ যাত্রী আরেক মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করেছেন ৷ তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে এই অভিযোগ জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ ঘটনাটি ঘটেছে 26 নভেম্বর ৷ এয়ার ইন্ডিয়ার বিমানটি আমেরিকার জনএফ কেনেডি বিমানবন্দর থেকে নয়াদিল্লি আসছিল (John F Kennedy International Airport) ৷ বিমানটি আকাশে থাকাকালীনই এই কুৎসিত ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে এবং তা খতিয়ে দেখতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ একটি বিশেষ কমিটি গঠন করেছে । পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একটি কমিটি ঘটনার তদন্ত করছে এবং সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিমান কর্তৃপক্ষ (Male passenger urinated on a female co passenger in Air India's business class) ৷
ওই অভিযুক্ত পুরুষ যাত্রী এবং প্রৌঢ় মহিলা যাত্রী দু'জনেই বিজনেস ক্লাসে যাচ্ছিলেন ৷ ওই মহিলা টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে ঘটনাটি জানিয়ে চিঠি লেখেন ৷ তাঁর বয়স সত্তরের আশপাশে ৷ তিনি বিমানকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন, তাঁরা এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কোনও পদক্ষেপ করেনি ৷ এরপর এয়ার ইন্ডিয়া পুলিশে অভিযোগ জানায় ৷ তবে এরকম একটি ন্যক্কারজনক ঘটনার কথা নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া আধিকারিকেরা ৷
এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যানকে কঠিন ভাষায় লেখা ওই চিঠিতে প্রৌঢ়া জানান, "ঘটনাটি সংবেদনশীল ৷ এতে আমি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছি ৷ বিমানকর্মীরা একেবারেই সক্রিয় ছিলেন না ৷ আমায় নিজেকেই বিষয়টি জানাতে হয়েছে এবং কর্মীদের সাড়া পাওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকতে হয়েছে ৷ আমি হতাশ ৷ এই ঘটনায় আমার নিরাপত্তা বা আরাম কোনও কিছু নিশ্চিত করেনি এয়ারলাইন ৷"
আরও পড়ুন: পরিষেবা বাড়াতে কোটি কোটি ডলার খরচ করে 500 বিমান কেনার পরিকল্পনা এয়ার ইন্ডিয়ার
ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি জানান, "সদ্য খাওয়া শেষ হয়েছে এবং লাইটগুলো নিভিয়ে দেওয়া হয়েছিল ৷ আরেকজন যাত্রী আমার সিটের কাছে চলে আসেন ৷ তিনি পুরোপুরি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ৷ তিনি আমার গায়ের উপর প্রস্রার করেন এবং নানা রকমের অশালীন আচরণ করতে থাকেন ৷" শুধু প্রস্রাব করেই ক্ষান্ত হননি ওই ব্যক্তি ৷ তিনি তারপরও প্রৌঢ়ার সামনে দাঁড়িয়ে ছিলেন ৷ আরেক সহযাত্রী ওই ব্যক্তিকে সরে যাওয়ার কথা বললে, তবেই তিনি সেই জায়গা ছেড়ে চলে যান ৷