মাল, 14 জানুয়ারি: ভারতের সঙ্গে কূটনৈতিক চাপানউতোরের মধ্যে বড় ধাক্কা খেলেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজু ৷ শনিবার মলদ্বীপের রাজধানী মালের মেয়র নির্বাচনে পরাজিত হয়েছে মুইজুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) ৷ মালের মেয়র নির্বাচনে জয়ী মলদ্বীপ ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) ৷ এই দল ভারতপন্থী ৷ এমডিপি প্রার্থী আদম আজিম মালের নতুন মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন ৷
এই পদটি এতদিন পর্যন্ত মুইজুর অধীনে ছিল । গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মুইজু মেয়র হিসাবে পদত্যাগ করেছিলেন ।মেয়র হিসাবে আজিমের জয়কে মলদ্বীপের সংবাদমাধ্যম রাজনৈতিক ধস এবং বড় জয় বলে জানিয়েছে । এমডিপির দলের নেতৃত্বে রয়েছেন ভারতপন্থী মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ সোলিহ ৷ তিনি প্রেসিডেন্ট নির্বাচনে চিনপন্থী নেতা মুইজুর কাছে পরাজিত হয়েছিলেন ।
41 বাক্স ভোট গণনা হয় ৷ তার মধ্যে 5 হাজার 303টি ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন আজিম । অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী মুইজুর পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) এর প্রার্থী আইশাথ আজিমা শাকুর 3 হাজার 301টি ভোট পেয়েছেন ৷ মলদ্বীপের সান অনলাইন নিউজ পোর্টাল এমনটাই জানিয়েছে । মেয়র নির্বাচনে জয় এমডিপির রাজনৈতিক ভাগ্যকে পুনরুজ্জীবিত করবে বলে আশা করা হচ্ছে ৷ এই দলের এখনও মলদ্বীপের সংসদে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে । অন্যদিকে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে শনিবার চিন থেকে মালে ফিরেছেন প্রেসিডেন্ট মুইজু ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুইজু সরকারের তিনজন মন্ত্রী অবমাননাকর মন্তব্য করেছিলেন ৷ সেই নিয়ে দু'দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে ৷ এরই মাঝে মালেতে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৷
আরও পড়ুন:
- কূটনৈতিক চাপানউতোরের মাঝেই ভারত সফরের দিকে নজর প্রেসিডেন্ট মুইজুর
- তিন মন্ত্রীর চাকরি যাওয়ার রিপোর্ট সত্য নয়, সংবাদমাধ্যমে দাবি মলদ্বীপের অন্য আরেক মন্ত্রীর
- বেজিংয়ে মলদ্বীপের প্রেসিডেন্ট, দক্ষিণ ভারত মহাসাগরে চিনা প্রভাব মোকাবিলায় পর্যটনই হাতিয়ার ভারতের ?