নয়াদিল্লি, 13 জানুয়ারি: প্রকাশিত হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ-এর 'ওয়ার্ল্ড রিপোর্ট 2023' ৷ এই রিপোর্ট নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে তুলোধনা করলেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ সামাজিক মাধ্যমে তিনি লেখেন, "হিউম্যান রাইটস ওয়াচ-এর ওয়ার্ল্ড রিপোর্ট 2023 বিজেপি সরকারের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বৈষম্যের কথা প্রতিটি ছত্রে ছত্রে তুলে ধরেছে ৷ শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিষ্ঠানগুলির প্রতি পক্ষপাতিত্ব করাই নয়, নাগরিক সমাজের প্রতি রাজনৈতিক এবং উদ্দেশ্যপ্রণো হয়ে অপরাধমূলক অভিযোগ আনা হচ্ছে বলেও রিপোর্টে উল্লেখ আছে ৷" এরপরই তাঁর কটাক্ষ," আমরা জানি সরকার বলবে তাদের কালিমালিপ্ত করতে এটা একটা 'পাশ্চাত্য ষড়যন্ত্র'" ৷
এই রিপোর্টে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর ক্রিয়াকলাপ, দলিত, আদিবাসী গোষ্ঠী এবং ধর্মীয় সংখ্যালঘু, নাগরিক সমাজ এবং সংগঠনের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, মহিলাদের অধিকার, পড়াশোনার অধিকার, যৌন পছন্দ এবং লিঙ্গ পরিচয়, শরণার্থীদের অধিকার, জলবায়ু পরিবর্তনের নীতি এবং তার ফলাফল থেকে শুরু করে বৈদেশিক নীতির মতো বিষয়গুলির উপর মতামত প্রকাশ করা হয়েছে ৷
আরও পড়ুন: বিশ্ব খাদ্য সূচকের রিপোর্টকে ভ্রান্ত বলে খারিজ কেন্দ্রের