কলম্বো, 10 মে : জ্বালিয়ে দেওয়া হল শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষের বাড়ি ৷ একহপ্তা ধরে চলতে থাকা প্রতিবাদের ফলে সোমবার গদি ছাড়েন মহিন্দা ৷ ইস্তফা দেন প্রধানমন্ত্রী পদ থেকে ৷ এরপরই কলম্বোয় তাঁর পুরনো বাড়িটিতে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা ৷ এছাড়াও অনান্য সাংসদ ও মেয়রের সরকারি বাসভবনও জ্বালিয়ে দেন তাঁরা ৷ 1948-এর পর এই প্রথম ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটি চরম আর্থিক সঙ্কটে দিন কাটাচ্ছে (Mahinda Rajapaksa's ancestral house in Colombo was set on fire) ৷
তবে আন্তর্জাতিক মহল শ্রীলঙ্কা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ৷ রাষ্ট্রসঙ্ঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, আলোচনার মাধ্যমে শ্রীলঙ্কা একটা সমাধানের রাস্তা খুঁজে বার করুক ৷ তাঁর ডেপুটি মুখপাত্র ফারহান হাগ বলেন, "দেশের এবং শ্রীলঙ্কাবাসীর স্বার্থের কথা মাথায় রেখে বর্তমান চ্যালেঞ্জের সমাধানের রাস্তা খুঁজতে হবে ৷ আমরা শ্রীলঙ্কার নেতাদের আলোচনার মাধ্যমে এই সমস্যা মেটানোর চেষ্টা চালিয়ে যেতে বলব ৷" আমেরিকাও এই পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানিয়েছে ৷