পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ইহুদিবিরোধী মন্তব্যে রোষের মুখে অবশেষে পদত্যাগ পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের - পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট

Liz Magill resigns: ইহুদিবিরোধী মন্তব্যে জেরে তীব্র রোষের মুখে পড়েছিলেন ৷ অবশেষে পদত্যাগ করলেন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লিজ ম্যাগিল ৷

University of Pennsylvania's president
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 11:39 AM IST

হ্যারিসবার্গ (মার্কিন যুক্তরাষ্ট্র), 10 ডিসেম্বর: ক্যাম্পাসে ইহুদি ছাত্রদের গণহত্যার ডাক কি স্কুলের আচরণ বিধি লঙ্ঘন করে না ? মার্কিন কংগ্রেসে এই প্রশ্নের বিতর্কিত জবাব দিয়ে প্রবল রোষের মুখে পড়েছিলেন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লিজ ম্যাগিল ৷ অবশেষে দাতাদের চাপে এবং পারিপার্শ্বিক তীব্র সমালোচনার মুখে পড়ে বাধ্য হয়ে পদত্যাগ করলেন তিনি ৷ আইভি লিগ স্কুলের বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান স্কট বোকও পদত্যাগ করেছেন ৷ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, মেয়াদের দ্বিতীয় বছরেই প্রেসিডেন্ট হিসাবে লিজ ম্যাগিলের প্রস্থান করার কয়েক ঘণ্টা পরেই ইস্তফা দেন বোক ।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ম্যাগিল বিশ্ববিদ্যালয়ের কেরি ল স্কুলে একজন স্থায়ী ফ্যাকাল্টি মেম্বার থাকবেন ৷ তিনি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম না দেওয়া পর্যন্ত পেনসিলভেনিয়ার প্রধান হিসাবে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছেন ইহুদিবিরোধী মন্তব্যে । মঙ্গলবার মার্কিন হাউস কমিটিতে কলেজ ক্যাম্পাসে ইহুদি বিরোধিতা সংক্রান্ত বক্তব্য রাখার সময় ম্যাগিলের গুলি চালানোর আহ্বানে তীব্র প্রতিক্রিয়া হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং এমআইটির প্রেসিডেন্টরাও ৷

গাজায় ইজরায়েলের তীব্র যুদ্ধ ও প্যালেস্তাইনীয়দের ক্রমবর্ধমান মৃত্যুতে বিশ্বজুড়ে যে ইহুদি বিদ্বেষের বাতাবরণ, সেই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলি ইহুদি ছাত্রদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷

ওই অভিযোগগুলির জবাব দিতে তিন প্রেসিডেন্টকে হাউস কমিটির সামনে ডাকা হয়েছিল । কিন্তু তাঁদের আইনজীবীদের জবাবে ক্ষোভ আরও বাড়ে বিরোধীদের ৷ বারবার প্রশ্ন করা হয় তাঁদের যে, 'ইহুদিদের গণহত্যার আহ্বান' পেনসিলভেনিয়ার আচরণবিধি লঙ্ঘন করবে কি না । জবাবে ম্যাগিল বলেন, "হ্যাঁ, এটি প্রসঙ্গের উপর নির্ভর করছে ৷" তাঁর এই মন্তব্যের পরই বিভিন্ন মহলে তীব্র রোষের মুখে পড়তে হয় পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লিজ ম্যাগিলকে ৷

আরও পড়ুন:

  1. গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে 'কাঁটা' আমেরিকা! রাষ্ট্রসংঘে 'ভেটো' প্রয়োগ বাইডেনের প্রতিনিধির
  2. এবার মার্কিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্দুকবাজের হামলা! একাধিক মৃত্যু
  3. চরম আবহাওয়ার জের, বিশ্বব্যাপী প্রতি 12টির মধ্যে একটি হাসপাতাল বন্ধের সম্ভাবনা

ABOUT THE AUTHOR

...view details