লন্ডন, 18 সেপ্টেম্বর: মৃত্যুর দশদিন পর সোমবার রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্ন হতে চলেছে ব্রিটেনে ৷ স্থানীয় সময়ানুযায়ী সকাল 11টায় লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে শুরু হবে রানির শেষকৃত্যের অনুষ্ঠান ৷ তাঁর শেষকৃত্যে যোগ দেওয়ার কথা বিশ্বের প্রায় 500 জন রাষ্ট্রনেতা ও রাজপরিবারগুলির সদস্যদের ৷ সব মিলিয়ে আমন্ত্রিত অতিথির সংখ্যা প্রায় 2 হাজার (Queen Elizabeth II Funeral) ৷
বর্তমানে ব্রিটেনের সংসদের ওয়েস্টমিনিস্টার হলে শায়িত রয়েছে রানির দেহ ৷ সোমবার শেষকৃত্যের অনুষ্ঠান শুরুর আগে সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে যাবেন দেশ-বিদেশের অতিথি, অভ্যাগতরা ৷ 10টা 35 মিনিটে ওয়েস্টমিনিস্টার হল থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবের উদ্দেশ্যে রওনা দেবে রানির কফিনবন্দী দেহ ৷ প্রথা মেনে 98 রয়্যাল নেভির সদস্যরা নিয়ে যাবেন এই কফিন ৷
আরও পড়ুন: কফিনবন্দি রানিকে শেষ শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মুর্মু
রানির শবদেহবাহী শকটের সঙ্গেই যাবেন রাজ পরিবারের সদস্যরা ৷ সকাল 10টা 44 মিনিটে রয়্যাল নেভির স্টেট গান ক্যারেজে করে রানির দেহ পৌঁছবে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে ৷ সেখানেই তাঁর শেষকৃত্যের অনুষ্ঠান হবে ৷ 10টা 52 মিনিটে সেখানে এসে পৌঁছবেন রাজপরিবারের সদস্যরা ৷ গোটা অনুষ্ঠানের দায়িত্বে থাকবেন ডিন অফ ওয়েস্টমিনিস্টার (list of guests and world leaders for Queen Elizabeth Funeral) ৷
প্রায় 6 দশক পর ব্রিটেন সাক্ষী থাকতে চলেছে কোনও স্টেট ফিউনারেল সার্ভিসের ৷ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতা ও রাজ পরিবারের সদস্যদের ৷ রানির শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এছাড়াও কানাডা, ব্রাজিল, ফ্রান্স, ইটালি, জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড, অস্ট্রিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রনেতারা এই অনুষ্ঠানে থাকবেন ৷ যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও ৷ থাকবেন ইউরোপের বিভিন্ন দেশ ও কমনওলেথভুক্ত 56টি দেশের প্রতিনিধিরা ৷ অনুষ্ঠানে থাকার কথা ইউক্রেনের প্রেসিডেন্টের স্ত্রীরও (Queen Elizabeth II funeral Guests) ৷
আরও পড়ুন: প্রিয় রানিকে শেষবার দেখতে 12 ঘণ্টা লাইনে দাঁড়ালেন বেকহ্যাম !
এছাড়াও রানির শেষকৃত্যে থাকছেন বিশ্বের বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যরা ৷ তালিকায় আছেন জাপানের রাজা নারুহিতো ও রানি মাসাকো, নেদারল্যান্ডের রাজা উইলিয়াম অ্যালেক্সান্ডার ও রানি ম্যাক্সিমা, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেটিজিয়া, ব্রুনাইয়ের সুলতান, জর্ডনের রাজা আবদুল্লা, ওমানের সুলতান, কাতারের আমির৷ এছাড়াও উপস্থিত থাকবেন বেলজিয়াম, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ভুটানের রাজপরিবারের সদস্যরা ৷ তবে এই অনুষ্ঠানে ডাক পাননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ ডাকা হয়নি মায়ানমার ও উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধানদেরও (Queen Funeral) ৷
বেলা 12টা নাগাদ ওয়েস্টমিনিস্টার অ্যাবের অনুষ্ঠান শেষে রানির মরদেহবাহী শকট নিয়ে যাওয়া হবে ওয়েলিংটন আর্চে ৷ দুপুর 1টা নাগাদ সেখানে পৌঁছনোর পর রানিকে গান স্যালুট দেওয়া হবে ৷ এরপর উইন্ডসোরের উদ্দেশ্যে রওনা হবে রানির দেহ ৷ সেখানে পৌঁছবেন রাজপরিবারের সদস্যরা ৷ বিকেল 4টে নাগাদ ওইন্ডসোরের সেন্ট জর্জ চ্যাপেলে সংলগ্ন নির্দিষ্ট স্থানে রানিকে সমাধিস্থ করার কাজ শুরু হবে ৷ অনুষ্ঠানের দায়িত্বে থাকবেন ডিন অফ উইন্ডসোর ৷ রানিকে সমাধিস্থ করার আগে তাঁর কফিনের উপর থেকে সরানো হবে তাঁর মুকুট ৷ ডিউক অফ এডিনবরার পাশেই সমাধিস্থ হবেন রানি দ্বিতীয় এলিজাবেথ ৷