কাঠমাণ্ডু, 22 ফেব্রুয়ারি:তুরস্ক ও সিরিয়ায় সাম্প্রতিক বিপর্যয়ের রেশ এখনও ফিকে হয়নি ৷ বিধ্বংসী ভূ-কম্পনে দু'দেশে মৃত্যুমিছিলের করুণ ছবি দেখে বাকি বিশ্ব ৷ মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে 46 হাজার ৷ এরইমধ্যে বুধবার মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল ৷ রিখটার স্কেলে যার তীব্রতা 5.2 (Magnitude 5.2 Earthquake Hits Nepal) ৷ পড়শি দেশে সেই কম্পনের অভিঘাতে কেঁপে উঠল নয়াদিল্লিও (Light tremors felt in Delhi-NCR as Earthquake Hits Nepal) ৷
রিখটার স্কেলে 4.4 তীব্রতায় রাজধানীতে এদিন কম্পন অনুভূত হয় ৷ নেপালের বাজুরা জেলার বিচ্ছিয়া এলাকা ভূমিকম্পের উৎসস্থল বলে জানিয়েছে সে দেশের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার ৷ কম্পন অনুভূত হয় স্থানীয় সময় বেলা 1টা 45 মিনিট নাগাদ ৷ গত মাসেই 5.8 তীব্রতায় কেঁপে উঠেছিল বাজুরা জেলারই হিমালি গ্রাম ৷ বেশ কিছু বাড়ি সেবার ভেঙে পড়েছিল কম্পনে ৷ যার অভিঘাতে কম্পন অনুভূত হয়েছিল উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশ কিছু অংশে ৷