পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Elon Musk: সিংক হাতে টুইটারের সদর দফতরে ঢুকে ইলন মাস্ক বললেন, ডুবে যাক ! - Elon Musk visits Twitter HQ

সিংক হাতে টুইটারের সদর দফতরে (Twitter Headquarters) ঢুকলেন ইলন মাস্ক (Elon Musk)৷ বললেন ডুবে যাক (Let that sink in)! নিজের টুইটার বায়ো বদলে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, তিনিই হতে চলেছেন টুইটারের সর্বেসর্বা ৷

Let that sink in!' says Elon Musk as he enters Twitter Headquarters
সিংক হাতে টুইটারের সদর দফতরে ঢুকে ইলন মাস্ক বললেন, ডুবে যাক !

By

Published : Oct 27, 2022, 12:22 PM IST

Updated : Oct 27, 2022, 3:57 PM IST

নয়াদিল্লি, 27 অক্টোবর: 44 বিলিয়ন মার্কিন ডলারের টুইটার (Twitter Headquarters) অধিগ্রহণ চুক্তির আগে, সান ফ্রান্সিসকোতে টুইটারের সদর দফতর পরিদর্শন করলেন ইলন মাস্ক (Elon Musk)৷ তবে বুধবার তিনি যখন সেই অফিসের হলে প্রবেশ করলেন, তখন তাঁকে দেখে সবার চক্ষু চড়কগাছ ৷ মাস্কের হাতে একটি সিংক দেখে তাজ্জব হয়ে গেলেন সবাই ৷

কেন হঠাৎ সিংক নিয়ে টুইটারের অফিসে গেলেন ইলন মাস্ক ? সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের একটি ভিডিয়ো টুইট করেছেন তিনি ৷ সেই ভিডিয়োয় তাঁর টুইটার অফিস পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করেছেন মাস্ক, বোঝাতে চেয়েছেন তিনি "ডুবতে" চেষ্টা করছেন ৷ ক্যাপশনে মাস্ক লিখেছেন (Let that sink in), "টুইটার সদর দফতরে প্রবেশ করছি - এটি ডুবে যাক !" সিএনএন জানিয়েছে, টেসলার সিইওকে হয় এ সপ্তাহের শেষের মধ্যে টুইটার চুক্তিটি চূড়ান্ত করতে হবে নয়তো, ট্রায়ালের সম্মুখীন হতে হবে ৷

টুইটারের প্রধান বিপণন কর্মকর্তা লেসলি বার্ল্যান্ড বুধবার একটি ইমেলে কর্মীদের বলেছিলেন যে, কোম্পানিটি কেনার জন্য চুক্তি চূড়ান্ত করার আগে ইলন মাস্ক এ সপ্তাহে টুইটারের সান ফ্রান্সিসকো অফিসে যাওয়ার পরিকল্পনা করেছেন ৷ লেসলির এই কথা বলার পর পরই ভিডিয়োটি টুইট করেন বিলিয়নেয়ার ।

মাসখানেকের যুদ্ধের অবসান ঘটিয়ে অবশেষে এই চুক্তি চূড়ান্ত হওয়ার পথে ৷ এর আগে, টেসলার সিইও এই চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ কিন্তু সিএনএন-এর প্রতিবেদন অনুসারে, এই মাসের শুরুতে শর্ত মেনে নিয়ে চুক্তি সম্পাদনে সম্মত হয়েছিলেন মাস্ক ।

আরও পড়ুন:মাস্ককে একহাত নিল ইউক্রেন, টেসলা প্রধানের সমালোচনায় জেলেনস্কি

এ দিকে সোমবার, ইলন মাস্ক তাঁর টুইটার বায়ো পরিবর্তন করে লিখেছেন "চিফ টুইট"। ইঙ্গিত দিয়েছেন যে, তিনিই হতে চলেছেন টুইটারের বস ৷ তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে টেক্সট বার্তায় টুইটারের কর্মী হ্রাস করার বিষয়ে আলোচনা করেছেন, যা আদালতের ফাইলিংয়ে প্রকাশিত হয়েছিল ।

গত জুলাই মাসে এই চুক্তি নিয়ে বেশ কয়েকটি আশ্চর্যজনক মোড় আসে ৷ দীর্ঘদিন ধরে টুইটার কেনার আগ্রহ প্রকাশ করা ইলন মাস্ক হঠাৎই চুক্তিটি বাতিল করেন । টেসলার সিইও অভিযোগ করেন, টুইটার তাদের প্ল্যাটফর্মে স্প্যাম এবং জাল বট অ্যাকাউন্টের সংখ্যা ভুলভাবে উপস্থাপন করে তাদের পারস্পরিক ক্রয় চুক্তির শর্ত লঙ্ঘন করেছে ।

মাস্ক চুক্তির সমাপ্তির ঘোষণা দেওয়ার পর, বাজারে তীব্র পতন দেখা দেয় । পরে টুইটার চুক্তি থেকে বেরিয়ে আসার অজুহাত হিসাবে বট ব্যবহার করার অভিযোগ এনে মাস্কের বিরুদ্ধে মামলা করে । আবার, গত সপ্তাহে, মাস্ক নিশ্চিত করেন যে তিনি টুইটার কেনার পথে এগিয়ে যাবেন । টুইটার চুক্তির সংক্রান্ত আইনি প্রক্রিয়া 28 অক্টোবর পর্যন্ত স্থগিত রেখেছেন বিচারক ৷

Last Updated : Oct 27, 2022, 3:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details