নিউইয়র্ক, 23 অক্টোবর: দুর্ভাগ্যবশত আইনি ব্যবস্থা প্রায়ই প্রান্তিক সামাজিক গোষ্ঠীগুলির বিরুদ্ধে 'ঐতিহাসিক ভুলগুলি'কে চিরস্থায়ী করার জন্য 'প্রধান ভূমিকা' পালন করেছে ৷ রবিবার ম্যাসাচুসেটসের ওয়ালথামের ব্র্যান্ডেস বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ আম্বেদকর আন্তর্জাতিক সম্মেলনে এমনটাই বললেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷ পাশাপাশি তাঁর বক্তব্য, এর ফলে তৈরি হওয়া ক্ষত আগামী প্রজন্মকেও ভুক্তভোগী করতে পারে ৷
রিফর্মেশন বিয়ন্ড রিপ্রেজেন্টেশন: 'দ্য সোশাল লাইফ অফ দ্য কনস্টিটিউশন ইন রেমেডিং হিস্টোরিক্যাল রং', নামে তাঁর এই ভাষণে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, ‘‘ইতিহাস জুড়ে প্রান্তিক সামাজিক গোষ্ঠীগুলি ভয়ংকর ভুলের শিকার হয়েছে ৷ প্রায়শই কুসংস্কার, বৈষম্য এবং অসম ক্ষমতার কারণে এই পরিস্থিতি হয়েছে ৷’’
তিনি বলেন, ‘‘নৃশংস ট্রান্সঅ্যাটলান্টিক 'ক্রীতদাস বাণিজ্যে'র উদ্দেশ্যে জোর করে লক্ষ লক্ষ আফ্রিকানদের তুলে নিয়ে আসা হয় ৷ নেটিভ আমেরিকানরা বাস্তুচ্যুত হয়েছেন ৷ ভারতে জাতিগত বৈষম্যের কারণে লক্ষ লক্ষ পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের উপর নিপীড়ন চালানো হয়েছে ৷ মহিলাদের উপর নিয়মিত অত্যাচার, তৃতীয় লিঙ্গ এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অন্যায়ের দৃষ্টান্ত রয়েছে ৷ যা ইতিহাসকে কলংকিত করেছে ৷’’