পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

New York Times: টুইটারে ব্লু-টিক খোয়াল নিউইয়র্ক টাইমস - Leading US daily New York Times

শুধুমাত্র স্বতন্ত্র টুইটার ব্যবহারকারীরা, যাদের চেকমার্ক যাচাই করা হবে, তারাই ব্লু-মার্কের জন্য় টাকা দিতে পারবেন ৷ সেক্ষেত্রে ওয়েবের মাধ্যমে প্রতিমাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ইউএসডি 8 এবং অ্য়ান্ড্রয়েড অ্যাপ মারফৎ প্রতিমাসে ইউএসডি 11 যারা অর্থপ্রদান করবে, তাদের ক্ষেত্রেই ব্লু-টিক ব্য়বহারে ছাড় দেওয়া হবে ৷

Etv Bharat
টুইটার ব্য়াজ নিয়ে ইলন মাস্কের নয়া নীতি ঘোষণা

By

Published : Apr 2, 2023, 2:36 PM IST

নিউ ইয়র্ক, 2 এপ্রিল: টুইটার ব্য়াজ নিয়ে ইলন মাস্কের নয়া নীতি ঘোষণার এক সপ্তাহের মধ্য়ে 'ব্লু টিক' হারাল 'দ্য নিউ ইয়র্ক টাইমস'-এর মতো প্রতিষ্ঠান ৷ টুইটারে ব্য়াজ রাখার ক্ষেত্রে নয়া নীতি ঘোষণা করেছেন ইলন মাস্ক ৷ যার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথমসারির সংবাদ সংস্থা 'দ্য নিউ ইয়র্ক টাইমস' রবিবার তাদের টুইটারে ভেরিফিকেশন ব্যাজ হারিয়েছে। যা নিয়ে শোরগোল পড়েছে সংবাদ জগতে ৷

সম্প্রতি টুইটারের তরফে ঘোষণা করা হয়েছিল, ব্লু-টিকের ক্ষেত্রে টুইটারের পূর্বের নিয়ম বদলাচ্ছে 1 এপ্রিল থেকে ৷ নতুন নিয়মে ব্লু-টিক সম্বলিত অ্যাকাউন্টগুলি থেকে তা সরিয়ে ফেলা হবে। মাইক্রোব্লগিং সাইটটি অধিগ্রহণের পর থেকে টুইটারকে নতুন করে গড়ে তোলার পথে হেঁটেছেন টুইটারের নয়া মালিক ইলন মাস্ক। সংস্থার ব্যয়ভার কমাতে কর্মীছাঁটাই থেকে শুরু করে ব্লু-টিক ব্যবহারের ক্ষেত্রে কর আরোপের মতো পদক্ষেপও নিয়েছেন তিনি। তবে তাতেও সংস্থার আয় বেড়েছে বৈ কমেনি, এমনই দাবি তাদের ৷ সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, আগের নিয়ম অনুযায়ী যাচাই করা অ্যাকাউন্টগুলির স্ট্যাটাস মুছে ফেলা হবে ৷ টুইটারে ফের ব্লু-টিক নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউজারকে টাকা দিতে হবে ৷

শুধুমাত্র স্বতন্ত্র টুইটার ব্যবহারকারীরা, যাদের চেকমার্ক যাচাই করা হবে, তারাই ব্লু-মার্কের জন্য় টাকা দিতে পারবেন ৷ সেক্ষেত্রে ওয়েবের মাধ্যমে প্রতিমাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ইউএসডি 8 এবং অ্য়ান্ড্রয়েড অ্যাপ মারফৎ প্রতিমাসে ইউএসডি 11 যারা অর্থপ্রদান করবে, তাদের ক্ষেত্রেই ব্লু-টিক ব্য়বহারে ছাড় দেওয়া হবে ৷ বৃহস্পতিবারই টুইটার সংস্থা ঘোষণা করেছিল যে, ব্লু-টিক এখন বিশ্বব্যাপী উপলব্ধ।

টুইটারের অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছিল, 1 এপ্রিল সংস্থা তাদের অ্য়াকাউন্ট যাচাই করার বিষয়টি বন্ধ করতে ৷ পাশাপাশি যাচাই করা অ্য়াকাউন্ট থেকে নীল ব্য়াজগুলিও সরানোর কাজ শুরু হবে ৷ তবে সাধারণ যে কোনও ব্যক্তি তাদের নিজস্ব টুইটার হ্য়ান্ডেলে নীল চেকমার্ক রাখতে, টুইটার ব্লু-এর জন্য সাইন আপ করতে পারেন বলেও জানানো হয় সংস্থার তরফে ৷

আরও পড়ুন: টুইটারের ব্লু টিক পেতে কোনও টাকা নয় ! জানিয়ে দিল হোয়াইট হাউস

অন্য়দিকে, নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, হোয়াইট হাউস শুক্রবার এক বার্তা দিয়ে তার কর্মীদের জানিয়েছে, টুইটারে ব্লু-টিকের ক্ষেত্রে অর্থের বিনিময়ে কোনও সদস্যপদ নেওয়া যাবে না ৷ টুইটার আগে যাচাইয়ের জন্য কোনও চার্জ ধার্য করত না। তবে এখন থেকে নীল এই টিক মার্ক এখন কেবল যাচাইকরণ হিসাবেই কাজ করবে ৷ যে অ্যাকাউন্টটি অর্থপ্রদানকারী কোলও ব্যবহারকারীর ৷ কর্মীরা ব্যক্তিগত খরচে তাদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে ব্লু-টিক কিনতে পারে বলেও জানানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details