নিউ ইয়র্ক, 2 এপ্রিল: টুইটার ব্য়াজ নিয়ে ইলন মাস্কের নয়া নীতি ঘোষণার এক সপ্তাহের মধ্য়ে 'ব্লু টিক' হারাল 'দ্য নিউ ইয়র্ক টাইমস'-এর মতো প্রতিষ্ঠান ৷ টুইটারে ব্য়াজ রাখার ক্ষেত্রে নয়া নীতি ঘোষণা করেছেন ইলন মাস্ক ৷ যার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথমসারির সংবাদ সংস্থা 'দ্য নিউ ইয়র্ক টাইমস' রবিবার তাদের টুইটারে ভেরিফিকেশন ব্যাজ হারিয়েছে। যা নিয়ে শোরগোল পড়েছে সংবাদ জগতে ৷
সম্প্রতি টুইটারের তরফে ঘোষণা করা হয়েছিল, ব্লু-টিকের ক্ষেত্রে টুইটারের পূর্বের নিয়ম বদলাচ্ছে 1 এপ্রিল থেকে ৷ নতুন নিয়মে ব্লু-টিক সম্বলিত অ্যাকাউন্টগুলি থেকে তা সরিয়ে ফেলা হবে। মাইক্রোব্লগিং সাইটটি অধিগ্রহণের পর থেকে টুইটারকে নতুন করে গড়ে তোলার পথে হেঁটেছেন টুইটারের নয়া মালিক ইলন মাস্ক। সংস্থার ব্যয়ভার কমাতে কর্মীছাঁটাই থেকে শুরু করে ব্লু-টিক ব্যবহারের ক্ষেত্রে কর আরোপের মতো পদক্ষেপও নিয়েছেন তিনি। তবে তাতেও সংস্থার আয় বেড়েছে বৈ কমেনি, এমনই দাবি তাদের ৷ সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, আগের নিয়ম অনুযায়ী যাচাই করা অ্যাকাউন্টগুলির স্ট্যাটাস মুছে ফেলা হবে ৷ টুইটারে ফের ব্লু-টিক নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউজারকে টাকা দিতে হবে ৷
শুধুমাত্র স্বতন্ত্র টুইটার ব্যবহারকারীরা, যাদের চেকমার্ক যাচাই করা হবে, তারাই ব্লু-মার্কের জন্য় টাকা দিতে পারবেন ৷ সেক্ষেত্রে ওয়েবের মাধ্যমে প্রতিমাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ইউএসডি 8 এবং অ্য়ান্ড্রয়েড অ্যাপ মারফৎ প্রতিমাসে ইউএসডি 11 যারা অর্থপ্রদান করবে, তাদের ক্ষেত্রেই ব্লু-টিক ব্য়বহারে ছাড় দেওয়া হবে ৷ বৃহস্পতিবারই টুইটার সংস্থা ঘোষণা করেছিল যে, ব্লু-টিক এখন বিশ্বব্যাপী উপলব্ধ।