কলম্বো, 10 জুলাই:প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়েছেন ৷ তাঁর প্রাসাদ এখন সাধারণ মানুষের দখলে ৷ এদিকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের বাসভবনে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা ৷ এরইমধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন হারিনি ফার্নান্দো (Harin Fernando) এবং মনুশা নানাইয়াক্কারা (Manusha Nanayakkara), জানিয়েছে শ্রীলঙ্কার ডেলি মিরর ৷ শনিবার সকালে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের (President Gotabaya Rajapaksa) সরকারি আবাসনে চড়াও হয় বিক্ষোভকারীরা ৷ পালাতে বাধ্য হন তিনি ৷ সূত্রে জানা গিয়েছে, তিনি কলম্বোর নৌসেনার ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন ৷ পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ না হওয়া পর্যন্ত তিনি ফিরবেন না-বলে জানা গিয়েছে (Lankan President Rajapaksa set to resign from his post on July 13) ৷
13 জুলাই বুধবার প্রেসিডেন্ট পদে ইস্তফা দেবেন রাজাপক্ষে ৷ এমনটাই দাবি করেছেন সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্ধেনা । গতকালই প্রধানমন্ত্রী বিক্রমসিংহে পদত্যাগ করে নতুন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন ৷ প্রতিবাদীরা শুরু থেকেই রাজাপক্ষে এবং বিক্রমসিংহে দু'জনেরই পদত্যাগ দাবি করে আসছিলেন ৷ শেষ পর্যন্ত পুলিশকে তুড়ি মেরে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা ৷ পরে প্রধানমন্ত্রীর বাসভবন টেম্পল ট্রি-রও দখল নেয় তারা ৷