কলম্বো, 19 মে :দেশে সরকার-বিরোধী আন্দোলনের মাঝেও প্রতিরক্ষা মন্ত্রককে শ্যুট-অ্যাট-সাইটের নির্দেশ দেওয়া হয়নি ৷ বৃহস্পতিবার শ্রীলঙ্কার সংসদে এ কথা জানালেন নতুন প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে (Lankan PM Wickremesinghe says no shoot-at-sight orders given during violence) ৷
10 মে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রক সেনার স্থল-নৌ-বায়ু, তিনটি বাহিনীকে নির্দেশ দেয়, বিক্ষোভ চলাকালীন যদি কেউ সাধারণের সম্পত্তি লুটের চেষ্টা অথবা ক্ষতির চেষ্টা করে সঙ্গে সঙ্গে তাকে গুলি করতে পারে সেনাবাহিনী ৷ ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটি এখন চরম অর্থনৈতিক এবং রাজনৈতিক সঙ্কটের মধ্যে দিন কাটাচ্ছে ৷ 10 মে বিক্ষোভকারীদের চাপের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষে (Mahinda Rajapaksa) ইস্তফা দিতে বাধ্য হন ৷ তারপরও আন্দোলনকারীরা তাঁর পৈর্তৃক বাড়ি জ্বালিয়ে দেয় ৷ দেশজুড়ে সরকার-বিরোধী বিক্ষোভ ভয়াবহ আকার নেয় ৷
আরও পড়ুন : Chaos in Sri Lanka : কলম্বোয় মহিন্দা রাজাপক্ষের আদি বাড়ি জ্বালিয়ে দিলেন আন্দোলনকারীরা
বিক্রমাসিংহের বক্তব্য, লিখিত ভাবে দেখা মাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়নি, জানিয়েছে কলম্বো গেজেট ৷ পুলিশ বিবেচনা করে এবং প্রয়োজন মনে করলে খোলাখুলি গুলি চালাতে পারে ৷ তবে তার জন্য কিছু প্রক্রিয়াও মেনে চলতে হবে তাদের, জানিয়েছেন দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী ৷
গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল, ফের কোনও রকম হিংসাত্মক ঘটনা যেন না ঘটে, সে জন্য শ্যুট-অ্যাট-সাইট-এর নির্দেশ দেওয়া হয় ৷ কলম্বোয় পুলিশ, সেনা মোতায়েন করা হয়েছে ৷ দেশের অন্য অঞ্চলগুলিতে, প্রেসিডেন্সিয়াল সেক্রেটারিয়েট এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের জন্য নিরাপত্তাবাহিনীর ব্যবস্থা করা হয়েছে ৷
মহিন্দা রাজাপক্ষে এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ঘটনায় 8 জন মারা গিয়েছেন, জখম 250 থেকেও বেশি ৷ 1948 সালের পর এই প্রথম দ্বীপরাষ্ট্রটি এমন চরম দুর্দশার সম্মুখীন হল৷ দেশে বিদেশি মুদ্রা নেই৷ এর ফলে দেশের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, জ্বালানি কিনতে পারছে না সরকার৷ মুদ্রাস্ফীতি বেড়ে চলেছে ৷
আরও পড়ুন : Chaos in Sri Lanka : দেশ ছাড়তে পারবেন না মাহিন্দা রাজাপক্ষে, নির্দেশ শ্রীলঙ্কার আদালতের