লাহোর, 12 মে: হাইকোর্টে স্বস্তি ইমরান খানের ৷ গ্রেফতার করা যাবে না প্রাক্তন প্রধানমন্ত্রীকে ৷ এবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সব মামলাতেই জামিন দিল ইসলামাবাদ হাইকোর্ট ৷ এর আগে সকালে অন্য মামলায় ইমরানের খোঁজে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল লাহোর পুলিশের একটি দল ৷ যদিও তিনি যে আবারও গ্রেফতার হতে পারেন সেই আশঙ্কা শুক্রবার নিজেই ইসলামাবাদ হাইকোর্ট থেকে বেরিয়ে বলেন ইমরান ৷ তবে দুর্নীতির মামলায় শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টের বিশেষ বেঞ্চ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে দু'সপ্তাহের জন্য জামিন দিয়েছে। পরে পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, যাবতীয় মামলায় ইমরান খানের জামিন মঞ্জুর করেছে আদালত ৷ 9 মে পর দায়ের করা কোনও মামলায় তাঁকে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশে স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷
বৃহস্পতিবারই প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর গ্রেফতারি বেআইনি আখ্যা দিয়ে তাঁকে মুক্তি দেয় সে দেশের সুপ্রিম কোর্ট ৷ সেই সঙ্গে অবশ্য, সুপ্রিম কোর্টের তরফে ইমরানকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তাঁকে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হতে হবে এবং হাইকোর্ট যে রায় দেবে তাও সে মানতে বাধ্য থাকবেন ৷ সেই মতো, কড়া নিরাপত্তার মধ্যে ইসলামাবাদ হাইকোর্টে এদিন সকালে পৌঁছন পিটিআই প্রধান ইমরান খান । আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন চেয়ে ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের বেঞ্চে হাজিরা দেন তিনি ৷ শুনানির পর এই মামলায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে জামিন দেয় আদালত ৷ অন্যদিকে, আইনজীবীদের প্রবল চিৎকার, হট্টগোলের জেরে শুনেনি শেষেই বেঞ্চ ছেড়ে উঠে চলে যান বিচারপতিরা ৷ এরপরই দ্রুত হাইকোর্ট ছাড়েন ইমরান নিজেও ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, হাইকোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় ইমরান খান বলেন, "আমার আশঙ্কা যে আমি হাইকোর্ট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে আবার গ্রেফতার করা হবে।" সূত্রের খবর, ইসলামাবাদ হাইকোর্ট নির্দেশে জানিয়েছে, কোনও নতুন মামলায় ইমরান খানকে 17 মে পর্যন্ত গ্রেফতার করা যাবে না ৷ ইমরান খানকে 9 মে পর দায়ের করা কোনও মামলায় গ্রেপ্তার করা যাবে না ৷