পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Koo Suspended on Twitter: 'কু'কে সাসপেন্ড করল টুইটার ! 'বিকল্প আমরা', ইলন মাস্ককে চ্যালেঞ্জ মায়াঙ্কের - twitter on koo

20 জনেরও বেশি আন্তর্জাতিক সাংবাদিককে সাসপেন্ড করেছে টুইটার ৷ পাশাপাশি সাসপেন্ড হয়েছে ভারতীয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম কু ৷ এরপরে ইলন মাস্ককে তুলোধনা করলেন মায়াঙ্ক বিদাওয়াতকা (Koo Cofounder Mayank Bidawatka slams Elon Musk) ৷

Twitter Koo
ETV Bharat

By

Published : Dec 17, 2022, 2:33 PM IST

Updated : Dec 17, 2022, 2:53 PM IST

ওয়াশিংটন, 17 ডিসেম্বর: টুইটার থেকে সাসপেন্ড ভারতীয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম কু ৷ শুক্রবার ইলন মাস্কের টুইটারে @kooeminence প্ল্যাটফর্মটি সাসপেন্ড হয়ে যায় ৷ এদিনই মার্কিন ধনকুবের ওয়াশিংটন পোস্ট, সিএনএন, দ্য নিউ ইয়র্ক টাইমস-সহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের 20 জনেরও বেশি সাংবাদিকদের টুইটার হ্যান্ডেল সাসপেন্ড করেন ৷ এ নিয়ে সমালোচনায় সরব হয় রাষ্ট্রসংঘও ৷ ইলন মাস্কের এমন স্বেচ্ছাচারিতায় রীতিমতো বিরক্ত রাষ্ট্রসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস (António Guterres, Secretary-General of the United Nations), জানান তাঁর মুখপাত্র ৷

এই ঘটনারপর কু-র সহপ্রতিষ্ঠাতা মায়াঙ্ক বিদাওয়াতকা (Mayank Bidawatka) টুইটারকে একহাত নিয়ে বলেন, "আমি ভুলে গিয়েছিলাম ৷ আরও অনেকে আছে ! মাসতোডোন অ্যাকাউন্টকে (Mastodon Account) নিরাপদ নয় বলে তাদের লিঙ্কগুলিকেও বরদাস্ত করা হচ্ছে না ৷ কু-এর এমিনেন্স হ্যান্ডেলকেও (banned @kooeminence) নিষিদ্ধা করা হল ৷ এটা খুব গুরুত্বপূর্ণ, আর কত নিয়ন্ত্রণ দরকার এই ব্যক্তির ?" প্রসঙ্গত, মাসতোডোন টুইটারের প্রতিপক্ষ সোশাল মিডিয়া ৷

আরও পড়ুন: মাস্কের নিজস্ব জেট ডক্সিং ! অভিযোগে সাসপেন্ড সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট

কেন সাসপেন্ড হল কু ? উত্তর চেয়ে একের পর এক টুইট করেন মায়াঙ্ক ৷ কয়েকদিন আগেই সেলিব্রিটি এবং ভিআইপি ব্যক্তিত্বরা ভারতীয় সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম 'কু' ব্যবহার করতে চেয়ে ইচ্ছেপ্রকাশ করেছিলেন ৷

তিনি ওই সাসপেন্ড হওয়া সাংবাদিকদের সমর্থনে কয়েকটি বিষয় উল্লেখ করেন-

1. প্রকাশ্যে থাকা তথ্যগুলি পোস্ট করা মানে 'ডক্সিং' (Doxxing) অর্থাৎ তথ্য ফাঁস নয় ৷

2. সাংবাদিকরা যে লিঙ্কগুলি পোস্ট করেছিলেন, তা মোটেও ভুল কিছু নয় ৷

3. সাংবাদিকদের প্রশ্নের উত্তর না-দিয়ে চলে যাওয়াটা খারাপ ৷

4. যার কোনও অস্তিত্ব নেই, তা নিয়ে নিজের পছন্দমতো নীতি তৈরি করাটা আরও বাজে ৷

5. প্রতিদিন নিজের অবস্থান বদলানোটা অস্থিরতা ৷

6. টুইটারে একটি অজানা গাড়ির ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ তাতে গাড়ির নম্বর প্লেট দেখা যাচ্ছে ৷ এটা কী ভাবে হতে পারে ?

টুইটার বিগত কয়েক সপ্তাহ ধরে যা করছে, তা একেবারেই গণতান্ত্রিক নয় ৷ কাউকে না কাউকে তো আওয়াজ তুলতেই হবে, জানান মায়াঙ্ক ৷ তাঁর দাবি, টুইটারের সবচেয়ে ভালো বিকল্প ভারতীয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম কু ৷ এই প্রসঙ্গে তাঁর যুক্তি, "আপনার-আমার মতো লক্ষ লক্ষ গ্রাহকের জন্য আজ এই জায়গাটা আজ এই জায়গা হয়ে উঠেছে ৷ কেউ এই ব্যক্তির (ইলন মাস্ক) অহঙ্কারে ঘি ঢালবেন না ৷" টুইটারকে আক্রমণ করে কু-র সহপ্রতিষ্ঠাতা আরও বলেন, "ভাবুন ! এক্কেবারে হঠাৎ ইলন মাস্কের #ElonDestroyingTwitter ট্রেন্ডিং থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৷ টুইটার এখন পাবলিশার, কোনও প্ল্যাটফর্ম নয় ৷"

আরও পড়ুন: তথ্য পাচারের অভিযোগে বরখাস্ত টুইটার লিগাল হেড বিজয়া গাড্ডে

Last Updated : Dec 17, 2022, 2:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details