পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বিশ্বে প্রথম নতুন বছরকে স্বাগত জানাল কিরিবাতি দ্বীপ, কোন দেশে কখন বর্ষবরণ ? - 2024

2024 Celebration: নতুন বছর হতে এখনও কিছুটা বাকি ৷ এদিকে পৃথিবীতে এর মধ্যে নতুন বছরকে স্বাগত জানিয়ে ফেলেছে একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র কিরিবাতি ৷

ETV Bharat
প্রথম নতুন বছর উদযাপন কিরিবাতি দ্বীপ রাষ্ট্রে

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 8:36 PM IST

নয়াদিল্লি, 31 ডিসেম্বর: নতুন বছরে পা দিতে ভারতে অপেক্ষা আর কয়েক ঘণ্টার ৷ কোনও কোনও দেশে আবার এই সবে 31 ডিসেম্বরের ভোর হয়েছে ৷ এদিকে এর মধ্যে নতুন বছরকে স্বাগতও জানিয়ে ফেলেছে রিপাবলিক অফ কিরিবাতি ৷ এই দেশে 2024 সাল শুরু হয়ে গিয়েছে ৷ কিরিবাতি, মধ্য প্রশান্ত মহাসাগরের অবস্থিত ওশিয়ানিয়া মহাদেশের মাইক্রোনশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র ৷ টাইম জোন অনুসারে বিশ্বের প্রথম 2024 সালকে স্বাগত জানিয়েছে কিরিবাতির বাসিন্দারাই ৷

ভারতে যখন স্থানীয় সময় দুপুর 3.30 মিনিট, তখনই কিরিবাতিতে নতুন বছরের ঘণ্টা বেজে ওঠে ৷ এই দ্বীপ রাষ্ট্রটিতে 1.2 লক্ষেরও বেশি মানুষের বাস ৷ নিরক্ষরেখার কাছেই অবস্থিত এই দ্বীপটি ৷ ইন্টারন্যাশনাল ডেট লাইন বা আন্তর্জাতিক তারিখ রেখাটি কিরিবাতিকে ঘিরে রয়েছে ৷

ভারতের পূর্ব গোলার্ধে কিরিবাতি দিয়ে শুরু নতুন বছরের ৷ আর সবার শেষে 2024 সালের সূচনা করবে আমেরিকান সামোয়া ৷ মাত্র 45 হাজার মানুষ বসবাস করে এখানে ৷ আমেরিকান সামোয়া নিউজিল্যান্ড থেকে 2 হাজার 600 কিমি উত্তরপূর্বে এবং হাওয়াই দ্বীপপুঞ্জের 3 হাজার 500 কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ৷ এরপর নতুন বছর উদযাপন শুরু হবে পশ্চিম গোলার্ধের ফিজি, অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ায় ৷ 38টি স্থানীয় সময়ে সবক'টি টাইম জোনে 26 ঘণ্টা ধরে নতুন বছর পালিত হবে ৷

ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি অনুযায়ী কোথায় কখন নতুন বছর, রইল তার তালিকা

  • দুপুর 3.30 আইএসটি- কিরিবাতি
  • বিকেল 4.30 আইএসটি- নিউজিল্যান্ড
  • সন্ধ্যা 5.30 আইএসটি- রাশিয়ার একটি ছোট্ট জায়গা ফিজি
  • সন্ধ্যা 6.30 আইএসটি - অস্ট্রেলিয়ার মাছ
  • রাত 8.30 আইএসটি- জাপান, দক্ষিণ কোরিয়া
  • রাত 9.30 আইএসটি- চিন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, ফিলিপিন্স
  • রাত 10.30 আইএসটি- থাইল্যান্ড, ভিয়েতনাম, কাম্বোডিয়া

ভারত, শ্রীলঙ্কা গ্রিনিচ মিন টাইমের থেকে 5 ঘণ্টা 30 মিনিট এগিয়ে রয়েছে

  • 2024 সালের 1 জানুয়ারি 1.30 মিনিট- আরব আমির শাহি, ওমান, আজারবাইজান
  • 3.30 আইএসটি- গ্রিস, দক্ষিণ আফ্রিকা, সাইপ্রাস, মিশর, নামিবিয়া
  • 4.30 আইএসটি- জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইৎজারল্যান্ড, দ্য নেদারল্যান্ডস, মরক্কো, কঙ্গো, মালটা
  • 5.30 আইএসটি- ইউকে, আয়ারল্যান্ড, পর্তুগাল
  • 8.30 আইএসটি- ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি
  • 9.30 আইএসটি- পুয়ের্তো রিকো, বারমুডা, ভেনেজুয়েলা, ইউএস ভার্জিন আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস
  • 10.30 আইএসটি- ইউএস ইস্ট কোস্ট (নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি), পেরু, কিউবা, বাহামাস
  • 11.30 আইএসটি- মেক্সিকো, কানাডার কিছু অংশ এবং আমেরিকা
  • 1.30 আইএসটি- ইউএস ওয়েস্ট কোস্ট (লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো)
  • 3.30 আইএসটি- হাওয়াই, ফ্রেঞ্চ পলিনেশিয়া
  • 4.30 আইএসটি- সামোয়া

আরও পড়ুন:

  1. নতুন বছরের প্রথমেই বিশ্বের জনসংখ্যা 800 কোটি ছাড়িয়ে যাবে, তথ্য মার্কিন সেন্সাসের
  2. নতুন বছরে কী রেজোলিউশন নেবেন ভাবছেন? ইটিভি ভারতের তরফে রইল মন ভালো করার 5টি বিশেষ টিপস
  3. বছর ঘুরলেই পাকিস্তানে নির্বাচন, প্রথম হিন্দু মহিলা হিসেবে মনোনয়ন পেশ সাভিরার

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details