নয়াদিল্লি, 31 ডিসেম্বর: নতুন বছরে পা দিতে ভারতে অপেক্ষা আর কয়েক ঘণ্টার ৷ কোনও কোনও দেশে আবার এই সবে 31 ডিসেম্বরের ভোর হয়েছে ৷ এদিকে এর মধ্যে নতুন বছরকে স্বাগতও জানিয়ে ফেলেছে রিপাবলিক অফ কিরিবাতি ৷ এই দেশে 2024 সাল শুরু হয়ে গিয়েছে ৷ কিরিবাতি, মধ্য প্রশান্ত মহাসাগরের অবস্থিত ওশিয়ানিয়া মহাদেশের মাইক্রোনশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র ৷ টাইম জোন অনুসারে বিশ্বের প্রথম 2024 সালকে স্বাগত জানিয়েছে কিরিবাতির বাসিন্দারাই ৷
ভারতে যখন স্থানীয় সময় দুপুর 3.30 মিনিট, তখনই কিরিবাতিতে নতুন বছরের ঘণ্টা বেজে ওঠে ৷ এই দ্বীপ রাষ্ট্রটিতে 1.2 লক্ষেরও বেশি মানুষের বাস ৷ নিরক্ষরেখার কাছেই অবস্থিত এই দ্বীপটি ৷ ইন্টারন্যাশনাল ডেট লাইন বা আন্তর্জাতিক তারিখ রেখাটি কিরিবাতিকে ঘিরে রয়েছে ৷
ভারতের পূর্ব গোলার্ধে কিরিবাতি দিয়ে শুরু নতুন বছরের ৷ আর সবার শেষে 2024 সালের সূচনা করবে আমেরিকান সামোয়া ৷ মাত্র 45 হাজার মানুষ বসবাস করে এখানে ৷ আমেরিকান সামোয়া নিউজিল্যান্ড থেকে 2 হাজার 600 কিমি উত্তরপূর্বে এবং হাওয়াই দ্বীপপুঞ্জের 3 হাজার 500 কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ৷ এরপর নতুন বছর উদযাপন শুরু হবে পশ্চিম গোলার্ধের ফিজি, অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ায় ৷ 38টি স্থানীয় সময়ে সবক'টি টাইম জোনে 26 ঘণ্টা ধরে নতুন বছর পালিত হবে ৷
ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি অনুযায়ী কোথায় কখন নতুন বছর, রইল তার তালিকা
- দুপুর 3.30 আইএসটি- কিরিবাতি
- বিকেল 4.30 আইএসটি- নিউজিল্যান্ড
- সন্ধ্যা 5.30 আইএসটি- রাশিয়ার একটি ছোট্ট জায়গা ফিজি
- সন্ধ্যা 6.30 আইএসটি - অস্ট্রেলিয়ার মাছ
- রাত 8.30 আইএসটি- জাপান, দক্ষিণ কোরিয়া
- রাত 9.30 আইএসটি- চিন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, ফিলিপিন্স
- রাত 10.30 আইএসটি- থাইল্যান্ড, ভিয়েতনাম, কাম্বোডিয়া
ভারত, শ্রীলঙ্কা গ্রিনিচ মিন টাইমের থেকে 5 ঘণ্টা 30 মিনিট এগিয়ে রয়েছে
- 2024 সালের 1 জানুয়ারি 1.30 মিনিট- আরব আমির শাহি, ওমান, আজারবাইজান
- 3.30 আইএসটি- গ্রিস, দক্ষিণ আফ্রিকা, সাইপ্রাস, মিশর, নামিবিয়া
- 4.30 আইএসটি- জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইৎজারল্যান্ড, দ্য নেদারল্যান্ডস, মরক্কো, কঙ্গো, মালটা
- 5.30 আইএসটি- ইউকে, আয়ারল্যান্ড, পর্তুগাল
- 8.30 আইএসটি- ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি
- 9.30 আইএসটি- পুয়ের্তো রিকো, বারমুডা, ভেনেজুয়েলা, ইউএস ভার্জিন আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস
- 10.30 আইএসটি- ইউএস ইস্ট কোস্ট (নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি), পেরু, কিউবা, বাহামাস
- 11.30 আইএসটি- মেক্সিকো, কানাডার কিছু অংশ এবং আমেরিকা
- 1.30 আইএসটি- ইউএস ওয়েস্ট কোস্ট (লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো)
- 3.30 আইএসটি- হাওয়াই, ফ্রেঞ্চ পলিনেশিয়া
- 4.30 আইএসটি- সামোয়া
আরও পড়ুন:
- নতুন বছরের প্রথমেই বিশ্বের জনসংখ্যা 800 কোটি ছাড়িয়ে যাবে, তথ্য মার্কিন সেন্সাসের
- নতুন বছরে কী রেজোলিউশন নেবেন ভাবছেন? ইটিভি ভারতের তরফে রইল মন ভালো করার 5টি বিশেষ টিপস
- বছর ঘুরলেই পাকিস্তানে নির্বাচন, প্রথম হিন্দু মহিলা হিসেবে মনোনয়ন পেশ সাভিরার