লন্ডন, 10 সেপ্টেম্বর: 'ডার্লিং মামা', ব্রিটেনের নতুন রাজা জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে এভাবেই স্মরণ করলেন প্রয়াত রানিকে ৷ এখন তিনি রাজা, রাজার রাজত্বে ৷ 8 সেপ্টেম্বর, শুক্রবার রানি দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত হয়েছেন ৷ ব্রিটিশ রাজপরিবারের রীতি অনুযায়ী তাঁর প্রথম পুত্র চার্লস এখন ব্রিটেনের 'রাজা তৃতীয় চার্লস' ৷ নিজের ভাষণে রাজা দেশবাসীকে 'আজীবন সেবা'র (Life Long Service) প্রতিশ্রুতি দিলেন (King Charles III pays tribute to Queen Elizabeth in his first address to nation) ৷
মাকে শ্রদ্ধা জানাতে গিয়ে রাজা তৃতীয় চার্লস বলেন, "আমার ডার্লিং মামা, (My Darling Mama) আপনি একটা দারুণ জার্নি শুরু করেছেন ৷ স্বর্গত বাবার সঙ্গে আপনি মিলিত হবেন ৷ আমি শুধু এটা বলতে চাই- আপনার ভালবাসার জন্য কৃতজ্ঞ ৷ আমাদের পরিবার এবং দেশবাসীর পরিবারের প্রতি আপনি নিজেকে উৎসর্গ করেছেন ৷ এতগুলো বছর ধরে আপনি একভাবে সেবা করে গিয়েছেন ৷ আপনার আত্মার শান্তির জন্য দেবদূতরাও প্রার্থনা করবেন (flight of angles sing thee to thy rest) ৷"