পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

King Charles III Coronation: ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজ্যাভিষেক তৃতীয় চার্লসের, 70 বছর পর ব্রিটেনে নতুন যুগের সূচনা - রানি ক্যামিলা

রাজ্যাভিষেক হতে চলেছে রাজা তৃতীয় চার্লসের ৷ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের পর তাঁকে ব্রিটেনের পরবর্তী রাজা ঘোষণা করা হয়েছিল ৷ আজ আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ নিয়মরীতি মেনে রাজ্যাভিষেক হবে রাজার।

King Charles III Coronation ETV BHARAT
King Charles III Coronation

By

Published : May 6, 2023, 11:44 AM IST

লন্ডন, 6 মে: সেপ্টেম্বর মাসে প্রয়াত হন ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ তাঁর মৃত্যুর পর আজ আনুষ্ঠানিকভাবে রাজ মুকুট পরবেন রাজা তৃতীয় চার্লস ৷ লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে একটি ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি পালিত হবে ৷ 70 বছর আগে রাজা তৃতীয় চার্লসের মা দ্বিতীয় এলিজাবেথ রানি হওয়ার সময় শেষবার এই অনুষ্ঠান হয়েছিল ৷ অর্থাৎ ইন্টারনেট যুগে এই প্রথম এমন কোনও অনুষ্ঠানে আয়োজিত হতে চলেছে।

রাজা চার্লসের রাজ্যাভিষেকর সম্পূর্ণ প্রক্রিয়া

স্থানীয় সময় শনিবার সকাল 11টা নাগাদ রাজা এবং রানি বাকিংহ্যাম প্যালেস থেকে বেরবেন ৷ 'ডায়মন্ড জুবিলি স্টেট কোচে' ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রওনা দেবেন ৷ 2012 সালে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বের 60 তম বছর পূর্ণ হওয়ার সময় এটি তৈরি করা হয়েছিল ৷ ঘোড়ায় টানা এই গাড়ি অনেক বেশি আরামদায়ক ৷ এই ঘোড়ার গাড়িটি শীতাতপ নিয়ন্ত্রিতও ৷ রাজা এবং রানি বাকিংহ্যাম প্যালেসে প্রাচীন এবং কম আরামদায়ক 'গোল্ড স্টেট কোচে' ফিরবেন ৷ অল্প রাস্তা হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বাকিংহ্যাম প্যালেস কর্তৃপক্ষ ৷

করোনেশন রেগালিয়া, ক্রাউন জুয়েলসের অন্যতম অংশ ৷ এটিকে সবসময় সাধারণের দেখার জন্য লন্ডনের টাওয়ারে রাখা থাকে ৷ করোনেশন রেগালিয়া পবিত্র এবং ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷ আর এটি রাজার কর্তব্য এবং দায়িত্বের প্রতীক ৷ আজকের রাজ্যাভিষেক উপলক্ষ্যে করোনেশন রেগালিয়া আনুষ্ঠানিকভাবে লন্ডন টাওয়ার থেকে বের করা হবে ৷

অনুষ্ঠান চলাকালীন সেন্ট এডওয়ার্ডের মুকুট রাজা তৃতীয় চার্লসের মাথায় পরানো হবে ৷ এই অনুষ্ঠান মূলত পাঁচটি প্রধান বিষয়কে কেন্দ্র করে পালিত হবে ৷ প্রথম, স্বীকৃতি; দ্বিতীয়, শপথ; তৃতীয়, অভিষেক; চতুর্থ বিভূষণ ও মুকুট পরানো এবং পঞ্চম শ্রদ্ধাজ্ঞাপন ৷ রানি ক্যামিলাকে সেন্ট মেরি ক্রাউন বা মুকুট পরানো হবে ৷ এই মুকুট কুলিনান হীরে দিয়ে তৈরি ৷ তবে, প্রথাগতভাবে কোহিনূর হীরে বসানো মুকুট রানিকে পরানো হয় ৷ কিন্তু, ভারতের ইতিহাসের সঙ্গে এর যোগ থাকায় কূটনৈতিক কারণে সেটিকে প্রকাশ্যে আনা হচ্ছে না ৷

রানির অভিষেক

জনসমক্ষে রানি ক্যামিলাকে পবিত্র তেল দিয়ে অভিষেক করানো হবে ৷ রাজা তৃতীয় চার্লসের অভিষেক হবে পর্দার পিছনে ৷ যার মাঝখানে একটি গাছের নকশা তৈরি করা হয়েছে ৷ সেই গাছের শাখায় মোচ 56টি পাতার নকশা রয়েছে ৷ যা অতীত ব্রিটিশ উপনিবেশ তথা কমনওয়েলথ দেশগুলিকে উৎসর্গ করা হয়েছে ৷ এর মধ্যে একটি ভারতকে উৎসর্গ করা হয়েছে ৷ জেরুজালেমের চার্চ অফ দ্য হলি সেপুলচার থেকে আনা পবিত্র ক্রিসম তেল প্রতীকীভাবে রাজার মাথায়, বুকে এবং হাতে ছোঁয়ানো হবে ৷

অতিথিবৃন্দ

অ্যাবেতে গৌরবময় অনুষ্ঠানের সাক্ষী থাকবেন সারা পৃথিবীর প্রায় 2,200 জন অতিথিবৃন্দ ৷ যাঁদের মধ্যে থাকবেন চ্যারিটি ও কমিউনিটি গ্রুপের 850 জন প্রতিনিধি ৷ সেই সঙ্গে ব্রিটিশ এম্পায়ার মেডেল জয়ী সদস্যরাও উপস্থিত থাকবেন ৷ সমাবেশে ভারতীয় ঐতিহ্য দেখা যাবে বাকি দেশগুলির সঙ্গে ৷ থাকবেন ব্রিটিশ ভারতীয় শেফ এবং ব্রিটিশ এম্পায়ার মেডেল বজয়ী মঞ্জু মালহি, যিনি ব্রিটেনে প্রবীণ নাগরিকদের একটি চ্যারিটি ফার্মের সঙ্গে কাজ করেন ৷ সেই সঙ্গে রাজা এবং রানির আমন্ত্রণে বিশ্বের নানান দেশের রাজ পরিবারের সদস্য় এবং রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন ৷

এছাড়াও আমন্ত্রিতের তালিকায় আছেন সৌরভ ফাডকে, স্কটল্যান্ডের ডামফ্রিজ হাউসে থাকা প্রিন্স ফাউন্ডেশনের স্নাতক তিনি ৷ প্রিন্স ট্রাস্ট অ্যাওয়ার্ড জয়ী গুলফশা এবং প্রিন্স ট্রাস্ট কানাডা জয় প্যাটেল বাছাই করা অতিথিদের মধ্যে অন্যতম ৷

রাজা এবং রানির বাকিংহ্যাম প্যালেসের বারান্দায় অভিবাদন গ্রহণ

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজ্যাভিষেকের পর রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা বাকিংহ্যাম প্যালেসে ফিরবেন ৷ সেখানে ফেরার পর, তাঁদের 'রয়্যাল স্যালুট' জানানো হবে ব্রিটিশ সরকার এবং কমনওয়েলথ রিয়েল আর্মড ফোর্সের তরফে ৷ ফোর্সের তরফে প্যারেড করা হবে ৷ এই কর্মসূচির পর বাকিংহ্যাম প্যালেসের বিখ্যাত বারান্দা যাবেন রাজা এবং রানি ৷ সেখান থেকে ব্রিটিশ নাগরিকদের দেখা দেবেন তাঁরা ৷ বাকিংহ্যাম প্যালেসের বারান্দা থেকেই রয়্যাল এয়ার ফোর্সের ফ্লাই পাস্ট উপভোগ করবেন ৷

ABOUT THE AUTHOR

...view details