পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

North Korea Hosts Chinese-Russian Guests: ভারতে জি20 সম্মেলনের সময়ই উত্তর কোরিয়ায় রাশিয়া-চিনের প্রতিনিধিরা - কিম জং উন

North Korea hosts Chinese-Russian Guests at Paramilitary Parade: নয়াদিল্লিতে যখন জি20 সম্মেলন, সেই সময় 75তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে উত্তর কোরিয়া ৷ জি20-তে রাশিয়া ও চিনের প্রেসিডেন্ট আসেননি ৷ প্রতিনিধি পাঠিয়েছেন ৷ উত্তর কোরিয়াতেও দুই দেশের প্রতিনিধিরা গিয়েছেন ৷ এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হতে পারে বলে খবর ৷

North Korea
North Korea

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 4:43 PM IST

সিওল, 9 সেপ্টেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে আরও চাপ বৃদ্ধি হতে থাকায় রাশিয়া ও চিনের সঙ্গে সুসম্পর্কের বিষয়টি তুলে ধরতে চান উত্তর কোরিয়ার কিম জং উন ৷ তাই ওই দেশে সফররত চিনা প্রতিনিধি ও রাশিয়ান শিল্পীদের একটি আধা-সামরিক কুচকাওয়াজে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ সেখানে ট্রাক ও ট্রাক্টর দ্বারা টানা রকেট লঞ্চারের প্রদর্শনী হবে ৷ সরকারি সংবাদমাধ্যমের তরফে শনিবার এই খবর দেওয়া হয়েছে ৷

উত্তর কোরিয়ার 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য শুক্রবার রাতে অনুষ্ঠান শুরু হয় রাজধানী পিয়ংইয়ংয়ে ৷ সেখানেই শনিবার এই খবর পাওয়া যায় ৷ যদিও জল্পনা রয়েছে, কিম শীঘ্রই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন ৷ সেই জন্য তিনি রাশিয়া যাবেন ৷ কারণ, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জেরে পুতিনের দেশের অস্ত্রভাণ্ডারে টান পড়েছে ৷ তাই উত্তর কোরিয়া চাইছে রাশিয়াকে অস্ত্র বিক্রি করতে ৷ সেই নিয়েই এই দুই রাষ্ট্রনেতার বৈঠক হবে ৷

চিন যখন উত্তর কোরিয়ার বার্ষিকী উদযাপনে ভাইস প্রিমিয়ার লিউ গুওঝং-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে, রাশিয়া একটি সামরিক গান ও নাচের দল পাঠিয়েছে । দক্ষিণ কোরিয়ার মিডিয়া অনুমান করছে যে পিয়ংইয়ংয়ের উৎসবে রাশিয়ার সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতি কিম ও পুতিনের মধ্যে একটি শীর্ষ বৈঠকের প্রস্তুতির সঙ্গে সম্পর্কিত হতে পারে ৷ ওয়াশিংটনের ধারণা, সপ্তাহখানেকের মধ্যেই এই বৈঠক হতে পারে ৷

আরও পড়ুন:জি20 সম্মেলনে পুতিন-জিনপিংয়ের অনুপস্থিতি ভূ-রাজনৈতিক প্রভাব ফেলবে

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে থাকা তথ্য অনুযায়ী, আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত ভ্লাদিভোস্টকে একটি আন্তর্জাতিক ফোরামে যোগ দেবেন পুতিন ৷ সেখানে কিমেরও থাকার কথা৷ 2019 সালের পর এই দুই রাষ্ট্রনেতা প্রথমবার কোনও সম্মেলনে একসঙ্গে অংশ নেবেন ৷ ফলে সেখানেই দু’জনের মধ্যে আলাদা বৈঠক হতে পারে বলে খবর ৷ তবে উত্তর কোরিয়া চাইছে বৈঠক এমন জায়গায় হোক, যার নাগাল সংবাদমাধ্যম আগে থেকে পাবে না ৷

সিওলের ইওহা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেইফ এরিক এসলে পুরো বিষয়টির মধ্যে নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ দেখতে পাচ্ছেন ৷ কারণ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং নয়াদিল্লিতে চলা জি20 সম্মেলনে যোগ দেননি ৷ অন্যদিকে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে অস্ত্র বিক্রি নিয়ে চুক্ত করতে তৎপর ৷ ফলে চিন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্য়ে একটা নতুন পাওয়ার করিডর তৈরি হচ্ছে ৷ যা মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের অন্য শক্তিধর দেশগুলিকে চাপে ফেলবে বলেই মনে করছেন অধ্যাপক লেইফ এরিক এসলে ৷ রাশিয়া ও চিন অবশ্য উত্তর কোরিয়ার সঙ্গে এই বন্ধুত্বকে সংশ্লিষ্ট অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য়েই তৈরি বলে দাবি করছে ৷

আরও পড়ুন:নিয়ম ভেঙে ফের ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার

এদিকে উত্তর কোরিয়ার 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের যে ছবি সামনে এসেছে, সেখানে কিম জং উনকে দেখা গিয়েছে ৷ তাঁর সঙ্গে তাঁর মেয়েও ছিলেন৷ বিশেষজ্ঞদের মতে, তাঁর পরে উত্তর কোরিয়ার দায়িত্ব যে তাঁর মেয়ের হাতে যাবে, সেই বিষয়টি সারা বিশ্বকে তিনি বুঝিয়ে দিতে চান যে তিনি লড়াইয়ের ময়দান ছেড়ে যাবেন না ৷ ভবিষ্যতে তাঁর উত্তরসূরীরা উত্তর কোরিয়াকে নেতৃত্ব দেবে ৷

সংবাদসংস্থা - এপি

ABOUT THE AUTHOR

...view details