পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Nijjar Klling: নিজ্জার হত্যার পর কানাডায় হিন্দু-বিরোধী বিদ্বেষমূলক প্রচারের নিন্দা ভারতীয়-আমেরিকানদের - ভারতীয় আমেরিকান

Hate against Hindus in Canada: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জার হত্যার পর কানাডায় হিন্দু-বিরোধী বিদ্বেষমূলক যে প্রচার চলছে তার নিন্দা করলেন ভারতীয়-আমেরিকানরা ৷

Nijjar Klling
জঙ্গি হরদীপ সিং নিজ্জার হত্যা

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 1:41 PM IST

ওয়াশিংটন, 29 সেপ্টেম্বর:কানাডায় হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্য এবং প্রতিকূল পরিবেশের নিন্দা করলেন বিশিষ্ট ভারতীয়-আমেরিকানরা ৷ ওটাওয়াকে নীরব থেকে হেট ক্রাইম সমর্থন না করার জন্য আর্জি জানিয়েছেন তাঁরা ৷ তাঁদের বক্তব্য, সন্ত্রাসের স্বাধীনতার সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতাকে যেন মিশিয়ে ফেলা না-হয় ৷ হিন্দুদের কানাডা ছাড়ার হুমকি দিয়ে খালিস্তানপন্থী একটি দলের আপত্তিকর ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই এই নিয়ে সরব হলেন বিশিষ্ট্য ভারতীয়-আমেরিকানরা ৷

আমেরিকার হিন্দু বিশ্ববিদ্যালয়ে আন্ডারস্ট্যান্ডিং হিন্দুফোবিয়ার সহ-প্রতিষ্ঠাতা এবং সহ-পরিচালক অধ্যাপক ইন্দু বিশ্বনাথন বলেন, খালিস্তানি জঙ্গিরা কানাডার মাটিতে হিন্দু পবিত্র স্থানগুলিকে অপবিত্র করবে বলে দাবি করে বারবার হিন্দু কানাডিয়ানদের হুমকি দিচ্ছে । এই ধরনের নির্লজ্জ হিন্দুফোবিয়ার মুখে নীরব থাকা হেট ক্রাইমকে অনুমোদনের সমতূল্য ৷

তিনি আরও বলেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মত প্রকাশের স্বাধীনতাকে সন্ত্রাসের স্বাধীনতার সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত নয় । ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা স্টাডিজ (এফআইআইডিএস) থেকে খান্দেরও কান্ড একটি মিডিয়া বিবৃতিতে বলেন, তার পরিবর্তে ট্রুডোর জঙ্গিপন্থা ও মাদকচক্র বন্ধ করা উচিত এবং আন্তর্জাতিক পরিস্থিতি কূটনৈতিকভাবে পরিচালনা করা উচিত বলে মত তাঁর ।

ব্রিটিশ কলম্বিয়ায় 18 জুন কানাডার মাটিতে সে দেশের নাগরিক খালিস্তানি চরমপন্থী হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার সম্ভাবনার বিষয়ে ট্রুডোর অভিযোগের কয়েকদিন পর খালিস্তানি ভিডিয়োটি প্রকাশিত হয় । ট্রুডোর অভিযোগকে অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে তা উড়িয়ে দিয়েছে দিল্লি ৷

আরও পড়ুন:ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে খুবই গুরুত্ব দেয় কানাডা, বললেন ট্রুডো

যদিও কানাডা সরকার বলেছে যে আগ্রাসন, ঘৃণা, ভীতি প্রদর্শন বা ভয়ের উস্কানিমূলক কর্মকাণ্ডের সে দেশে কোনও স্থান নেই, তবে ভিডিয়োটির সঙ্গে জড়িত কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়ান অরিজিনের সরকারি বিষয়ের চেয়ারম্যান ড. সম্পত শিবাঙ্গী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মার্কিন কংগ্রেসের কাছে এ বিষয়ে হস্তক্ষেপ করার এবং কানাডিয়ান ভারতীয়, হিন্দু এবং হাজার হাজার ভারতীয় ছাত্রদের হুমকি থেকে রক্ষা করার জন্য কানাডাকে একটি বার্তা পাঠানোর আবেদন করেছেন ।

মার্কিন যুক্তরাষ্ট্রে এই ঘৃণা ছড়ানোর উদ্বেগের বিষয়ে শিকাগোর বিশিষ্ট ভারতীয়-আমেরিকান নেতা ভারত বারাই বলেন, "আমার সন্দেহ হচ্ছে যে এই হেট ক্রাইম ছড়িয়ে পড়বে । আমাদের শান্ত কিন্তু সতর্ক থাকা উচিত । খালিস্তানিরা আইএসআই দ্বারা প্ররোচিত এবং মাদক পাচার, মানব পাচার এবং অন্যান্য হিংসাত্মক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত একটি অতি ক্ষুদ্র বিভ্রান্তিকর সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে ।"

খালসা টুডে-এর প্রধান সম্পাদক সুখী চাহাল শিখ ধর্ম থেকে বিদ্বেষপূর্ণ মৌলবাদীদের আলাদা করেছেন ৷ তিনি বলেন, "একজন শিখ হিসাবে, আমি দৃঢ়ভাবে আমাদের গুরুদের শিক্ষায় বিশ্বাস করি, যা সমস্ত মানবতার ঐক্যের উপর জোর দেয় ।"

ABOUT THE AUTHOR

...view details