আলেকজান্দ্রিয়া, 2 নভেম্বর: সিরিয়ায় (Syria) থাকাকালীন জেহাদি আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে আদতে কানসাসের (Kansas) বাসিন্দা এক মহিলাকে 20 বছরের কারাদণ্ড (20 Years Imprisonment) দেওয়া হল ৷ সূত্রের দাবি, সিরিয়ায় থাকাকালীন তিনি মহিলা জেহাদি দলের নেতৃত্ব দিতেন ৷ আদালতে ওই মহিলার বিরুদ্ধে তাঁর সন্তানরাই সাক্ষ্য দিয়েছেন ৷ তাঁদের দাবি, জেহাদের নামে পৈশাচিক অত্য়াচার চালাতেন তাঁদের মা ৷ এমনকী, নিজের সন্তানদেরও নিগ্রহ করতেন তিনি ৷ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে বলেই জানিয়েছে সংশ্লিষ্ট মহল ৷
সাজাপ্রাপ্ত মহিলার নাম অ্যালিসন ফ্লুক-একরেন ৷ তাঁর বয়স 42 বছর ৷ আদালতে এই মহিলা স্বীকার করেছেন যে তিনি খতিবা নুসায়বা (Khatiba Nusaybah) আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ৷ এই আন্দোলন আদতে এমন এক 'যুদ্ধ' যেখানে কেবলমাত্র নারীদেরই ব্যবহার করা হয় ৷ অ্য়ালিসন যে মহিলা দলের নেতৃত্ব দিতেন, তার সদস্য সংখ্যা প্রায় 100 ৷ সেই দলে প্রাপ্তবয়স্ক মহিলারা যেমন ছিলেন, তেমনই ছিল 10 বছরের বহু বালিকাও ! জেহাদে সামিল হওয়ার নামে এই দলের সকলকে স্বয়ংক্রিয় অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হত ৷ এই দলের সদস্যদের আত্মঘাতী বোমা হিসাবেও ব্যবহার করা হত ৷
আরও পড়ুন:রাজধানীতে শনিবারের বোমা বিস্ফোরণে মৃত অন্তত 100, জানালেন সোমালিয়ার প্রেসিডেন্ট