ঢাকা, 8 অক্টোবর: বাংলাদেশের ঝিনাইদহের একটি কালী মন্দিরে মূর্তি ভাঙচুরের অভিযোগ (Kali Idol Vandalises at Jhenaidah in Bangladesh) ৷ ঘটনায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে ৷ স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, পুলিশ ভাঙচুরে যুক্ত অভিযুক্তদের ধরতে তদন্ত শুরু করেছে ৷ দৌতিয়া গ্রামের ওই কালী মন্দিরের সভাপতি সুকুমার কুন্দা জানিয়েছেন, শুক্রবার সকালে তাঁরা দেখেন মন্দিরের ভিতরে কালী মূর্তি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং ভিতরের অন্যান্য জিনিসপত্রও লন্ডভন্ড হয়েছিল ৷
জিনাইদহের সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন জানিয়েছেন, ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মন্দির কমিটি ৷ তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ অন্যদিকে, মন্দির কমিটির সভাপতি সুকুমার কুন্দা জানিয়েছেন, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মন্দিরে হামলা চালিয়ে কালী মূর্তি টুকরো টুকরো করে দিয়েছে ৷ মন্দির থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে কালী মূর্তির মাথা পাওয়া গিয়েছে ৷