হায়দরাবাদ (তেলাঙ্গনা), 10 জানুয়ারি: ছ’জন সাংবাদিককে আটক করা হল দক্ষিণ সুদানে (South Sudan) ৷ ওই সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ যে ওই দেশের প্রেসিডেন্ট সালভা কিরের (South Sudan President Salva Kiir) ভাইরাল হওয়া একটি ভিডিয়ো নিয়ে খবর করায়, তাঁদের আটক করা হয়েছে ৷
জানা গিয়েছে, 71 বছরের ওই ব্যক্তি দক্ষিণ সুদানের জাতীয় সঙ্গীত চলাকালীন প্রস্রাব করেন বলে অভিযোগ ৷ সেই সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয় (South Sudan President urinating viral video) ৷ গত 13 ডিসেম্বর ঘটনাটি ঘটে ৷ সেই সময় ঘটনাটি রেকর্ড করে সাউথ সুদান ব্রডকাস্টিং কর্পোরেশন (South Sudan Broadcasting Corporation) বা এসএসবিসি (SSBC) ৷ যদিও পরে তা দেখানো হয়নি টিভি চ্যানেলে ৷
কিন্তু কোনও ভাবে তা প্রকাশ্যে চলে আসে ৷ মুহূর্তের মধ্যে ভাইরালও হয়ে যায় ৷ আর তা নিয়েই তৈরি হয় বিতর্ক ৷ আর সেই বিতর্কের জেরে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷ যে ছ’জনকে আটকরা হয়েছে দক্ষিণ সুদানের জাতীয় নিরাপত্তা পরিষদের তরফে ৷ তারা প্রত্যেকেই জাতীয় গণমাধ্যমের সাংবাদিক ৷
আটক হওয়া এসএসবিসি সাংবাদিকরা হলেন জ্যাকব বেঞ্জামিন, মুস্তাফা ওসমান, ভিক্টর লাডো, জোভাল টম্বে, চেরবেক রুবেন ও জোসেফ অলিভার । দক্ষিণ সুদানের তথ্য, যোগাযোগ, প্রযুক্তি ও ডাক পরিষেবা মন্ত্রক জানিয়েছে, এসএসবিসি টেলিভিশন চ্যানেলে ফুটেজটি কখনোই সম্প্রচার করা হয়নি ৷ তার পর ভিডিয়োটি সামনে আনার নেপথ্যে কে রয়েছেন, তা জানতেই ওই ছয় সাংবাদিককে আটক করা হয়েছে ৷ মনে করা হচ্ছে, তাঁরা এই বিষয়ে জানেন ৷