পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Journalists Detained: দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের প্রস্রাবের ভিডিয়ো ভাইরাল, আটক 6 সাংবাদিক - এসএসবিসি

দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির (South Sudan President Salva Kiir) ৷ 2011 সালে স্বাধীনতা অর্জনের পর তিনিই দেশের একমাত্র প্রেসিডেন্ট ৷ জাতীয় সঙ্গীত চলার সময় তাঁর প্রস্রাবের ভিডিয়ো ভাইরাল হয়েছে (South Sudan President urinating viral video) ৷ যা চলছে বিতর্ক ৷ এই ঘটনায় ওই দেশের জাতীয় টেলিভিশনের ছয় সাংবাদিককে আটক করেছে সেখানকার নিরাপত্তা পরিষদ ৷

South Sudan President Salva Kiir
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির

By

Published : Jan 10, 2023, 12:54 PM IST

হায়দরাবাদ (তেলাঙ্গনা), 10 জানুয়ারি: ছ’জন সাংবাদিককে আটক করা হল দক্ষিণ সুদানে (South Sudan) ৷ ওই সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ যে ওই দেশের প্রেসিডেন্ট সালভা কিরের (South Sudan President Salva Kiir) ভাইরাল হওয়া একটি ভিডিয়ো নিয়ে খবর করায়, তাঁদের আটক করা হয়েছে ৷

জানা গিয়েছে, 71 বছরের ওই ব্যক্তি দক্ষিণ সুদানের জাতীয় সঙ্গীত চলাকালীন প্রস্রাব করেন বলে অভিযোগ ৷ সেই সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয় (South Sudan President urinating viral video) ৷ গত 13 ডিসেম্বর ঘটনাটি ঘটে ৷ সেই সময় ঘটনাটি রেকর্ড করে সাউথ সুদান ব্রডকাস্টিং কর্পোরেশন (South Sudan Broadcasting Corporation) বা এসএসবিসি (SSBC) ৷ যদিও পরে তা দেখানো হয়নি টিভি চ্যানেলে ৷

কিন্তু কোনও ভাবে তা প্রকাশ্যে চলে আসে ৷ মুহূর্তের মধ্যে ভাইরালও হয়ে যায় ৷ আর তা নিয়েই তৈরি হয় বিতর্ক ৷ আর সেই বিতর্কের জেরে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷ যে ছ’জনকে আটকরা হয়েছে দক্ষিণ সুদানের জাতীয় নিরাপত্তা পরিষদের তরফে ৷ তারা প্রত্যেকেই জাতীয় গণমাধ্যমের সাংবাদিক ৷

আটক হওয়া এসএসবিসি সাংবাদিকরা হলেন জ্যাকব বেঞ্জামিন, মুস্তাফা ওসমান, ভিক্টর লাডো, জোভাল টম্বে, চেরবেক রুবেন ও জোসেফ অলিভার । দক্ষিণ সুদানের তথ্য, যোগাযোগ, প্রযুক্তি ও ডাক পরিষেবা মন্ত্রক জানিয়েছে, এসএসবিসি টেলিভিশন চ্যানেলে ফুটেজটি কখনোই সম্প্রচার করা হয়নি ৷ তার পর ভিডিয়োটি সামনে আনার নেপথ্যে কে রয়েছেন, তা জানতেই ওই ছয় সাংবাদিককে আটক করা হয়েছে ৷ মনে করা হচ্ছে, তাঁরা এই বিষয়ে জানেন ৷

দক্ষিণ সুদানের সাংবাদিক ইউনিয়ন (Union of Journalists of South Sudan) দ্রুত তদন্ত শেষ করার আহ্বান জানিয়েছে । ইউনিয়নের চেয়ারম্যান ওয়েট প্যাট্রিক চার্লস সংবাদসংস্থাকে বলেন, "যদি পেশাগত অসৎ আচরণ বা অপরাধের প্রাথমিক ঘটনা থাকে, তবে কর্তৃপক্ষকে সুষ্ঠু, স্বচ্ছ এবং আইন অনুসারে সমস্যাটির সমাধান করার জন্য একটি প্রশাসনিক বা আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করতে দিন ৷"

প্রেসিডেন্টের অফিসের কর্মকর্তারা এবং সেই সঙ্গে সাউথ সুদান ব্রডকাস্টিং কর্পোরেশনের কর্মকর্তারা এখন পর্যন্ত এই ঘটনায় কোনও মন্তব্য করতে রাজি হননি । কিন্তু দক্ষিণ সুদানের জাতীয় নিরাপত্তা পরিষদ সরকার বিরোধীদের প্রতি একেবারেই নমনীয় নয় ৷ ফলে এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই আশঙ্কা করা হচ্ছে ৷

2011 সালে সুদান থেকে পৃথক হয়ে দক্ষিণ সুদান স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে ৷ সালভা কির তখন থেকে দেশটির একমাত্র প্রেসিডেন্ট । আফ্রিকার এই দেশটিতে পাঁচ বছরের দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটে 2018 সালে ৷ ওই বছর শান্তি চুক্তির বাস্তবায়নের মধ্যে দিয়েই এই গৃহযুদ্ধের অবসান হয় ৷ তার পরও ওই দেশের প্রেসিডেন্ট নির্বাচন সম্প্রতি 2024 পর্যন্ত স্থগিত করা হয়েছে ।

আরও পড়ুন:কেন্দ্রস্থল অস্ট্রেলিয়া, 7.5 মাত্রার ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় ক্ষতিগ্রস্ত একাধিক বিল্ডিং

ABOUT THE AUTHOR

...view details