প্যারিস, 10 মে: ইউক্রেনে প্রাণ হারালেন সাংবাদিক আর্মান সোলদিন । সংবাদ সংস্থা এএফপি-র ভিডিয়ো কো-অর্ডিনেটর হিসেবে কাজ করতেন আর্মান ৷ মঙ্গলবার রাশিয়ার রকেট হামলায় 32 বছরের এই সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে খবর ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব ইউক্রেনের বাখমুত শহরে ৷ আর্মান সোলদিন-সহ এএফপি-র সাংবাদিকদের একটি দল ইউক্রেনিয়ান সেনার সঙ্গে যাচ্ছিলেন ৷ সেই সময় রাশিয়ান যুদ্ধবিমান থেকে গার্ড রকেট ছোড়া হয় তাঁদের লক্ষ্য করে ৷ বাকিরা কোনওরকমে বেঁচে গেলেও আর্মান সোলদিনের মৃত্যু হয়েছে ৷
সংবাদ ,সংস্থা এপি-র দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলের দিকে বাখমুতের নিকটবর্তী শহর সাভিস ইয়ারের আশেপাশে হামলাটি হয় ৷ গত 9 মাস ধরে রাশিয়ান সেনা ওই শহরটিকে দখলের চেষ্টা করে যাচ্ছে ৷ উল্লেখ্য, এই বাখমুত শহরেই রাশিয়া বনাম ইউক্রেনের এই যুদ্ধ সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়েছে ৷ এএফপি-র চেয়ারম্যান ফ্যাবরিক ফ্রাইস সাংবাদিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি জানিয়েছেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের খবর দেখাতে গিয়ে প্রত্যেকদিন এবং প্রতি মুহূর্তে সাংবাদিকরা যে বিপদকে সঙ্গে নিয়ে চলছেন ৷ আর্মানের মৃত্যু তারই ভয়াবহ উদাহরণ ৷ এটা একটা সতর্কবার্তাও বলে উল্লেখ করেন ফ্যাবরিক ৷