পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Israel-Hamas Conflict: গাজায় ত্রাণ সামগ্রী পাঠাতে রাফা সীমান্ত খুলে দেবে মিশর, আশ্বাস বাইডেনের - ইজরায়েল প্যালেস্তাইন যুদ্ধ

গাজা-মিশর সীমান্তে রাফার ওপারে দাঁড়িয়ে রয়েছে একের পর এক ট্রাক ৷ এদিকে গাজায় খাবার নেই। নেই জল থেকে শুরু করে ওষুধও ৷ এই পরিস্থিতিতে বাইডেন জানালেন, মিশর রাফা সীমান্ত খুলে দিতে রাজি হয়েছে ৷

ETV Bharat
গাজায় ত্রাণসামগ্রী ঢুকতে দেবে মিশর

By PTI

Published : Oct 19, 2023, 8:16 AM IST

Updated : Oct 19, 2023, 9:30 AM IST

খান ইউনিস, 19 অক্টোবর: মিশর তাদের সীমান্ত খুলে দেবে ৷ বুধবার এই খবর জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "গাজায় নাগরিদের কাছে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দিতে হবে ৷ এই বিষয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসির সঙ্গে আমার কথা হয়েছে ৷ ওই এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে এবং যুদ্ধ পরিস্থিতিকে রুখে শান্তি প্রতিষ্ঠা করতে আমরা একসঙ্গে কাজ করব ৷"

বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েল সফরে যান ৷ সেখানে তাঁর সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক হয় ৷ এদিকে খাবার, জল, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাবে হাহাকার শুরু হয়েছে গাজায় ৷ মিশর এবং গাজা সীমান্তে রাফায় বহু বিদেশি নাগরিক অপেক্ষা করছেন ৷ মিশর সীমান্তে গাজার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে একের পর এক ট্রাক দাঁড়িয়ে রয়েছে ৷ তবু মিশরে রাফার দরজা খুলছে না ৷

তবে এবার প্রেসিডেন্ট মিশরের সীমান্ত দিয়ে গাজায় ট্রাক প্রবেশের বিষয়ে সম্মতি দিয়েছেন ৷ জানা গিয়েছে, একবারে 20টি ট্রাককে গাজায় ঢোকার অনুমতি দেবে মিশর ৷ এর আগে 7 অক্টোবর হামাস ইজরায়েলের উপর অতর্কিতে আক্রমণ চালায় ৷ এদিনের হামলায় কমপক্ষে 1 হাজার 400 জন ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে ৷ এরপর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পালটা যুদ্ধ ঘোষণা করেন ৷

এরপর গাজার উত্তর অংশ থেকে নাগরিকদের দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী ৷ প্রায় 11 লক্ষ মানুষ দক্ষিণ দিকে চলে আসেন ৷ অনেকে প্রাণ বাঁচাতে হাসপাতালগুলিতে আশ্রয় নিয়েছেন ৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি ৷ মঙ্গলবার সন্ধ্যায় রকেট হামলা হয় আল আহলি হাসপাতালে ৷ হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে মৃত্যু হয়েছে কমপক্ষে 500 জনের ৷ এই হামলার দায় কার তা নিয়েও টানাপোড়েন চলছে।

আরও পড়ুন: 'প্যালেস্তাইনিদের হত্যা করলেই ইজরায়েল নিরাপদ হবে না', রাষ্ট্রসংঘে দাবি প্যালেস্তাইনের

Last Updated : Oct 19, 2023, 9:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details