নুসা ডুয়া (ইন্দোনেশিয়া), 16 নভেম্বর: জরুরি বৈঠক ডাকলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এখন জি-20 গোষ্ঠীর সম্মেলন চলছে ইন্দোনেশিয়ায় ৷ এর মধ্যে পোল্যান্ডের দাবি রাশিয়া তাদের দেশে মিসাইল হামলা চালিয়েছে ৷ দেশের পূর্বপ্রান্তে ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে মিসাইলের আঘাতে দু'জন প্রাণ হারিয়েছেন ৷ জানা গিয়েছে, এই মিসাইল রাশিয়ায় তৈরি ৷ সারারাত মিসাইল বিস্ফোরণের খবরে জেগেই কাটিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ৷ রাশিয়ার এই আক্রমণ নিয়ে বুধবার ভোরে তিনি জি-7 গোষ্ঠীভুক্ত দেশগুলিকে বৈঠকে ডাকলেন ৷ পাশাপাশি ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির আলাদা বৈঠকও হবে বলে জানা গিয়েছে (American President Joe Biden calls emergency meeting over Russia missile attack on Poland) ৷
প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) জি-20 সম্মেলন থেকে বলেন, "একের পর এক মিসাইল ছোড়া হয়েছে পশ্চিম ইউক্রেনে ৷ আমরা এখনও ইউক্রেনে পাশে আছি, যেমনটা শুরুতে ছিলাম ৷ তাদের বাঁচাতে যা করা দরকার, করব ৷"
রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয় চলতি বছরের 24 ফেব্রুয়ারি ৷ তারপর এই প্রথম ন্যাটো গোষ্ঠীভুক্ত কোনও দেশে মিসাইল ছুড়ল রাশিয়া ৷ পোল্যান্ডের বিদেশমন্ত্রী ওই মিসাইলগুলিকে রাশিয়ায় তৈরি বলে জানিয়েছেন ৷ তবে এই মিসাইল রাশিয়া থেকেই ছোড়া হয়েছে কি না, সে নিয়ে যথেষ্ট সতর্ক প্রেসিডেন্ট আনদ্রেজজ় দুডা (President Andrzej Duda) ৷ তিনি জানান, সরকারি ভাবে নিশ্চিত নয় এই মিসাইলগুলি কারা ছুড়েছে অথবা কোথায় তৈরি ৷ তাঁর মতে, 'খুব সম্ভবত' রাশিয়ার মিসাইল ৷ কিন্তু তা খতিয়ে দেখতে হবে ৷
আরও পড়ুন: ইউক্রেন সংঘাতের পরিণতি লক্ষ্য করছি, মস্কোয় রাশিয়ার বিদেশমন্ত্রীকে বললেন জয়শংকর