পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বিধ্বংসী ভূমিকম্পে তছনছ জাপানে চলছে উদ্ধারকাজ, মৃতের সংখ্যা বেড়ে 100 - Japan

Japan earthquake death toll: বছরের প্রথম দিনে একের পর এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের পশ্চিম অঞ্চল ৷ আজ মৃতের সংখ্যা বেড়ে হল 100 ৷

ETV Bharat
জাপানে ভূমিকম্প

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 11:54 AM IST

Updated : Jan 6, 2024, 11:59 AM IST

ওয়াজিমা (জাপান), 6 জানুয়ারি: ধারাবাহিক ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 100 ৷ শনিবার উদ্ধারকারীরা এই তথ্য দিয়েছেন ৷ নতুন বছরের প্রথম দিনই একের পর এক ভূকম্পনে কেঁপে ওঠে পশ্চিম জাপান ৷ সুনামির সতর্কতাও জারি করা হয় ৷ বহু ঘরবাড়ি, অফিস ভেঙে পড়েছে ৷ উদ্ধারকারী দল এখনও সেই উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছেন ৷

স্থানীয় সময়, বিকেল 4টে থেকে একের পর এক শক্তিশালী ভূমিকম্প হয় দেশের পশ্চিম দিকে ৷ এর 72 ঘণ্টা পরে একটি ভেঙে পড়ার বাড়ির ধ্বংসাবশেষের মধ্যে থেকে একজনকে জীবিত অবস্থায় বের করে আনা হয় ৷ শনিবার জানানো হয়েছে, এখনও 211 জনের খোঁজ পাওয়া যায়নি ৷ টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প গবেষণা বিভাগ জানিয়েছে, জাপানের পশ্চিম উপকূলের বেশ কিছু জায়গা সমুদ্রের দিকে 250 মিটার পর্যন্ত সরে গিয়েছে ৷

ভূকম্পনের জেরে ওয়াজিমা শহরে আগুন লেগে যায় ৷ এমনকী সুনামির ফলে ভূমি ধসের ঘটনা ঘটে ৷ বেশ কিছু রাস্তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ ক্ষতিগ্রস্ত এলাকায় কীভাবে ত্রাণ সামগ্রী পৌঁছবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে প্রশাসন ৷ ইশিকাওয়ার আধিকারিকরা জানিয়েছে, মৃতদের মধ্যে 59 জন ওয়াজিমা শহরের ৷ আর 23 জন সুজু শহরের ৷ হাজার হাজার সৈন্য নোটো পেনিনসুলায় উদ্ধারকার্যে নেমেছে ৷ এই জায়গাটিই ভূমিকম্পের কেন্দ্রস্থল ৷

শুক্রবারও পুরোপুরি স্বাভাবিক হয়নি জনজীবন ৷ আনামিজু অঞ্চলে জলের সংযোগ ফেরেনি ৷ তাই কাছাকাছি একটি নদী থেকে জল এনে কাজ চালাতে হচ্ছে স্থানীয়দের ৷ জাপান এমনিতেই ভূমিকম্প-প্রবণ এলাকা ৷ এখনও মানুষ স্কুল, অডিটোরিয়ামে আশ্রয় নিয়ে রয়েছেন ৷ সমুদ্রতীরে ডুবে যাওয়া নৌকাগুলির অংশ বিশেষ চোখে পড়ছে ৷

আরও পড়ুন:

  1. ভূমিকম্প বিধ্বস্ত জাপান থেকে দেশে ফিরলেন জুনিয়র এনটিআর
  2. নেই জল-বিদ্যুৎ,কাটেনি সুনামির আতঙ্ক! জাপান থেকে ইটিভি ভারতকে জানালেন বাঙালি অধ্যাপক
  3. জাপানে তীব্র ভূমিকম্প, পশ্চিম উপকূলে জারি সুনামি সতর্কতা; 5 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা
Last Updated : Jan 6, 2024, 11:59 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details