পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

India Canada Row: হরদীপ সিং নিজ্জারের হত্যা, ট্রুডোর অভিযোগের জবাব দিলেন জয়শঙ্কর - ট্রুডের অভিযোগের জবাব দিলেন জয়শঙ্কর

কানাডায় খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যার ঘটনায় গোয়েন্দা সংস্থা ফাইভ আইজ তথ্য দিয়েছে ৷ কানাডার দাবি সেই তথ্য থেকেই এই হত্যার সঙ্গে ভারতের যোগের কথা জানা যায়। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন, ভুল লোককে প্রশ্ন করা হয়েছে ৷

ETV Bharat
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 10:37 AM IST

Updated : Sep 27, 2023, 11:06 AM IST

নিউইয়র্ক, 27 সেপ্টেম্বর: খালিস্তানপন্থী সংগঠনের প্রধান হরদীপ সিং নিজ্জারের মৃত্যুতে ফাইভ আইজের দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, তিনি এই গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন না ৷ তাই এবিষয়ে তিনি কিছু বলতে পারবেন না ৷ খালিস্তানপন্থী নেতাকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইও সতর্ক করেছিল বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ প্রসঙ্গে এস জয়শঙ্করের আশ্বাস, খালিস্তানপন্থী প্রধান হরদীপ সিং নিজ্জারের মৃত্যুর বিষয়ে কানাডা যদি নির্দিষ্ট তথ্য দিতে পারে, তাহলে ভারত যথোপযুক্ত ব্যবস্থা নেবে ৷

স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে আন্তর্জাতিক সম্পর্কের উপর একটি আলোচনাসভায় অংশ নেন এস জয়শঙ্কর। সেখানে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি ফাইভ আইজের অংশ নই ৷ এফবিআইয়ের অংশও নই ৷ ভুল লোককে প্রশ্ন করা হয়েছে ৷" অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, আমেরিকা এবং ব্রিটেনে এই ফাইভ আইজ নামক গোয়েন্দা সংস্থার অংশীদার ৷

জুন মাসে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় একটি গুরুদ্বারার বাইরে খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যা করা হয় ৷ এরপর 18 জুন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর দেশের সংসদে দাঁড়িয়ে অভিযোগ করেন, কানাডার মাটিতে এই হত্যার ঘটনায় ভারতের এজেন্ট জড়িত ৷ এদিনই কানাডায় ভারতের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করা হয় ৷ পালটা জবাবে ভারতেও কানাডার শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে কেন্দ্রীয় সরকার ৷

এরপর এই তদন্তে তথ্য দেওয়া নিয়ে ফাইভ আইজ গোয়েন্দা সংস্থার নাম প্রকাশ্যে আসে ৷ এই প্রসঙ্গে কানাডায় আমেরিকার রাষ্ট্রদূত ডেভিড কোহেন জানিয়েছিলেন, ফাইভ আইজের অংশীদারদের মধ্যে এই তথ্য ভাগ করা হয়েছিল ৷ এর ফলেই ট্রুডো প্রশাসনের দাবি, হরদীপ সিং নিজ্জারের হত্যা এবং ভারত সরকারের এজেন্টের মধ্যে একটি সম্ভাব্য যোগাযোগ রয়েছে ৷ এদিন বিদেশমন্ত্রী উল্লেখ করেন, কানাডায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন সুপরিকল্পিতভাবে অপরাধমূলক কাজকর্ম করে যাচ্ছে ৷ এতে দুশ্চিন্তায় ভারত ৷

আরও পড়ুন: রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন থেকেই কি কানাডাকে জবাব দেবে ভারত, নজর জয়শঙ্করের ভাষণে

Last Updated : Sep 27, 2023, 11:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details