নিউ ইয়র্ক, 23 সেপ্টেম্বর: ব্রিকস গোষ্ঠীর মন্ত্রীদের বৈঠকে একে অপরের মুখোমুখি হলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও চিনের ওয়াং ওয়াই ৷ সম্প্রতি দুই দেশের মধ্যে 'পাক জঙ্গি'কে আন্তর্জাতিক জঙ্গি দেওয়ার তকমা নিয়ে উত্তপ্ত বাক বিনিময় হয় ৷ 10 অগস্ট আমেরিকা ও ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলে পাকিস্তানের জেইম-এর (JeM, Jaish-e-Mohammed) ডেপুটি চিফ আবদুল রাউফ আজহারকে (Abdul Rauf Azhar) 'আন্তর্জাতিক জঙ্গি'র তকমা দেওয়ার প্রস্তাব আনে ৷ চিন এর বিরোধিতা করে প্রক্রিয়াটিকে আটকে দেয় (Jaishankar meets Chinese counterpart at BRICS ministerial in New York) ৷
প্রসঙ্গত উল্লেখ্য, জেইএম প্রধান মাসুদ আজহারের ভাই আবদুল রাউফ 1974 সালে পাকিস্তানে জন্মগ্রহণ করে ৷ 1999 সালে ইন্ডিয়ান এয়ারলায়েন্স আইসি814 (hijacking Indian Airlines aircraft IC814) বিমান অপহরণ, 2001-এ সংসদে আক্রমণ, 2016-য় পাঠানকোটে ভারতীয় বায়ু সেনার ছাউনিতে সন্ত্রাসবাদী হামলার মতো একাধিক নাশকতাবাদী কার্যকলাপের পরিকল্পনা করেছে আবদুল ৷ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে তাকে 'আন্তর্জাতিক জঙ্গি' হিসেবে ঘোষণা করার প্রস্তাব এনেছিল ভারত ৷