ওয়েলিংটন, 19 জানুয়ারি: কুর্সি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নিউজিল্য়ান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান (Jacinda Ardern to step down as New Zealand Prime Minister) ৷ বৃহস্পতিবার তাঁর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন জাসিন্ডা ৷ করোনা অতিমারি হোক, কিংবা দেশের উপর হওয়া এখনও পর্যন্ত সবথেকে বর্বরোচিত বন্দুকবাজের হামলা, জাসিন্ডা সবকিছুই সামলেছেন অত্যন্ত দক্ষতা এবং সহানুভূতির সঙ্গে ৷ প্রধানমন্ত্রী পদে থেকে তাঁর নেতৃত্ব নজর কেড়েছে গোটা বিশ্বের ৷ কিন্তু, তারপরও নিজের দেশে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে জাসিন্ডাকে ৷ এই প্রেক্ষাপটে এবার প্রধানমন্ত্রী পদ ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি ৷
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবসরের কথা ঘোষণা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জাসিন্ডা ৷ জানান, আগামী 7 ফেব্রুয়ারি শেষবারের মতো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন তিনি ! জাসিন্ডা বলেন, "প্রধানমন্ত্রীর এই কার্যালয়ে আমি আমার ষষ্ঠ বছর শুরু করতে চলেছি ৷ এবং এই প্রত্যেকটি বছরে আমি আমার সবটুকু উজাড় করে দিয়েছি ৷" এদিন একইসঙ্গে জাসিন্ডা জানিয়েছে, চলতি বছরের 14 অক্টোবর নিউজিল্য়ান্ডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ অর্থাৎ, ততদিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে না থাকলেও নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে নিজের দায়িত্ব পালন করে যাবেন জাসিন্ডা ৷