দুবাই, 2 ডিসেম্বর: শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ৷ গতকাল দুবাইয়ে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত 28তম সিওপি সম্মেলন অনুষ্ঠিত হয় ৷ সেই সম্মেলনের মাঝেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি নিজস্বী পোস্ট করে ইতালির কাউন্টারপার্ট লিখেছেন, 'মেলোডি' ৷ এমন পোস্টে ঝড় বয়ে গিয়েছে নেট দুনিয়ায় ৷ ইতালির প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় লিখেছেন, "সিওপি28-এ ভালো বন্ধুরা ৷ #মেলোডি" ৷
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় লেখেন, "সিওপি28 সম্মেলন চলছে ৷ এরই মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা হল ৷ ভারত ও ইতালির মধ্যে দীর্ঘস্থায়ী এবং সমৃদ্ধ যৌথ সহযোগিতার সম্পর্ক তৈরি হোক, তার জন্য মুখিয়ে আছি ৷" স্বাভাবিকভাবেই দু'দেশের প্রধানমন্ত্রীর নিজস্বী ঘিরে এই মুহূর্তে জোর চর্চা চলছে সোশাল মিডিয়ায় ৷ উল্লেখ্য, সেপ্টেম্বরে ভারতের মাটিতে জি-20 সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন জর্জিয়া মেলোনি ৷
সিওপি28 সম্মেলনে প্রধানমন্ত্রী আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আর নাহায়েনের সঙ্গে দেখা করেন ৷ এছাড়া রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফ্রান্সের প্রেসিডেন্ট, সুইডেনের প্রধানমন্ত্রী, তুরস্কের প্রেসিডেন্ট, বার্বাডোসের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সাক্ষাৎ হয় ৷