পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

মোদির সঙ্গে সেলফি পোস্ট মেলোনির ! জলবায়ু সম্মেলনের মঞ্চে দুই প্রধানমন্ত্রীর 'বন্ধুত্ব' নিয়ে জোর চর্চা সোশালে - ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

Italian PM Giorgia Meloni posts: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গে দেখা হওয়ার একটি মুহূর্ত পোস্ট করলেন ইতালির প্রধানমন্ত্রী ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 3:04 PM IST

দুবাই, 2 ডিসেম্বর: শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ৷ গতকাল দুবাইয়ে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত 28তম সিওপি সম্মেলন অনুষ্ঠিত হয় ৷ সেই সম্মেলনের মাঝেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি নিজস্বী পোস্ট করে ইতালির কাউন্টারপার্ট লিখেছেন, 'মেলোডি' ৷ এমন পোস্টে ঝড় বয়ে গিয়েছে নেট দুনিয়ায় ৷ ইতালির প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় লিখেছেন, "সিওপি28-এ ভালো বন্ধুরা ৷ #মেলোডি" ৷

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় লেখেন, "সিওপি28 সম্মেলন চলছে ৷ এরই মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা হল ৷ ভারত ও ইতালির মধ্যে দীর্ঘস্থায়ী এবং সমৃদ্ধ যৌথ সহযোগিতার সম্পর্ক তৈরি হোক, তার জন্য মুখিয়ে আছি ৷" স্বাভাবিকভাবেই দু'দেশের প্রধানমন্ত্রীর নিজস্বী ঘিরে এই মুহূর্তে জোর চর্চা চলছে সোশাল মিডিয়ায় ৷ উল্লেখ্য, সেপ্টেম্বরে ভারতের মাটিতে জি-20 সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন জর্জিয়া মেলোনি ৷

সিওপি28 সম্মেলনে প্রধানমন্ত্রী আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আর নাহায়েনের সঙ্গে দেখা করেন ৷ এছাড়া রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফ্রান্সের প্রেসিডেন্ট, সুইডেনের প্রধানমন্ত্রী, তুরস্কের প্রেসিডেন্ট, বার্বাডোসের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সাক্ষাৎ হয় ৷

আরব আমিরশাহির সভাপতিত্বে 28 নভেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সিওপি28 সম্মেলন হচ্ছে ৷ প্রধানমন্ত্রী শুক্রবার ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট, রাষ্ট্রসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ বা ইউএনএফসিসিসি-র উচ্চস্তরীয় বৈঠকেও তিনি অংশ নেন ৷ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এই সম্মেলনে প্রধানমন্ত্রী এই নিয়ে তৃতীয়বার অংশ নিলেন ৷ এর আগে 2015 সালে প্যারিস এবং 2021 সালে গ্লাসগোয় অনুষ্ঠিত সম্মেলনে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷

এই সম্মেলন শেষে শুক্রবার গভীর রাতেই দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জানিয়েছেন, দক্ষিণের দেশগুলিতে জলবায়ু পরিবর্তনের প্রবল প্রভাব দেখা গিয়েছে ৷ এক্ষেত্রে অর্থনৈতিক জলবায়ু এবং প্রযুক্তিগুলি খতিয়ে দেখা খুব জরুরি ৷

আরও পড়ুন:

  1. দিল্লির হায়দরাবাদ হাউসে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক মোদির
  2. এইচআইভি পজিটিভেও বাধা নেই দুগ্ধপানে, এইডস দিবসে সচেতনতার বার্তা দিচ্ছেন চিকিৎসকরা
  3. বৈঠক শেষে খোশমেজাজে হাসিনা-বাইডেন, সেলফিতে মজলেন দুই রাষ্ট্রপ্রধান

ABOUT THE AUTHOR

...view details