পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Israel-Hamas Conflict: 'সপরিবার বাড়ির বাংকারে আছি', শানু-সোনুর ইজরায়েলি সহ-গায়িকা শোনালেন ভয়ংকর অভিজ্ঞতা - ইজরায়েল হামাস যুদ্ধ

গুজরাতের ভারতীয় ইহুদি বাবা-মায়ের সন্তান লিওরা ইৎজাক লোদে জন্মগ্রহণ করেন ৷ 16 বছর বয়সে ভারতে এসে প্রায় আট বছর এখানে ছিলেন তিনি ৷ বলিউডে গান গেয়ে ডেবিউ করে বহুল প্রশংসিত হন ৷ ভারতে থাকাকালীন কুমার শানু, উদিত নারায়ণ এবং সোনু নিগমের সঙ্গে গান গেয়েছেন লিওরা ৷

Israels only Bollywood singer Liora Itzhak
ইজরায়েলি গায়িকা লিওরা ইৎজাক

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 1:50 PM IST

হায়দরাবাদ, 13 অক্টোবর:ইজরায়েলের সবচেয়ে বিখ্যাত গায়িকা লিওরা ইৎজাক শোনালেন তাঁর দেশের ভয়াবহ পরিস্থিতির কথা ৷ বলিউডে গান গাওয়া একমাত্র ইজরায়েলি গায়িকা তিনি ৷ মুম্বইতে থেকে বলিউডে প্লেব্যাক হিসেবে ডেবিউ করেছেন ৷ হামাসের সঙ্গে ইজরায়েলের তীব্র যুদ্ধে যখন দু দেশে মৃত্যুমিছিল লেগেই রয়েছে, তখনই ইজরায়েলের এই গায়িকা নিজের ভয়ংকর পরিস্থিতির কথা জানালেন ৷ বললেন, দেশে তাঁকে ও তাঁর পরিবারকে বেশিরভাগ সময়ই বাড়ির বাংকারে থাকতে হচ্ছে ৷ ইজরায়েলে তাঁর সেন্ট্রাল সাউথের বাড়ি থেকে গাজা মাত্র 40 মিনিট দূরত্বে অবস্থিত ।

ইজরায়েলি গায়িকা লিওরার কথায়, "মিসাইলের শব্দ এবং নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ক্রমাগত ভয় আমাদের তাড়িত করছে । আমরা নিদ্রাহীন রাত কাটাচ্ছি এবং অনেক বয়স্ক ব্যক্তি যাঁরা হামলার থেকে কোনওক্রমে রক্ষা পেয়েছেন, তাঁরা বলছেন যেন সেই হলোকাস্ট মুহূর্ত ফিরে এসেছে ৷" উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপীয় ইহুদিদের গণহত্যার ঘটনাই হলোকাস্ট ৷

ভয়াবহতার কথা উল্লেখ করে লিওরা বলেন, তাঁর কয়েকজন পরিচিত বয়স্ক মানুষ, হামলা থেকে বেঁচে গেলেও হামাসের হাতে বন্দি হয়েছেন ৷ লিওরা শনিবারের ভয়াবহ হামলার কথা বলতে গিয়ে বলেন, প্রথম তাঁর 16 বছর বয়সি মেয়ে তার মোবাইল অ্যাপে হামাসের বেনজির হামলার কথা জানতে পারে ৷ লিওরা বলেন, "আমরা যখন উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন এই হামলার ঘটনা ঘটে । আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম, আমার মেয়ে ছুটে এসে আমাকে বোমা হামলা ও ভয়ংকর হামলার কথা জানায় ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে লিওরাকে ইজরায়েল ও ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য বেছে নেওয়া হয়েছিল । 2015 সালে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ইজরায়েল সফরের সম্মানে আয়োজিত নৈশভোজে গান গাওয়ার জন্যও ইজরায়েলের রাষ্ট্রপতির কার্যালয় লিওরাকেই নির্বাচিত করেছিল ।

আরও পড়ুন:গাজায় অমিল বিদ্যুৎ-জ্বালানি-ওষুধ-ইন্টারনেট, যুদ্ধের ষষ্ঠ দিনে মৃত সংখ্যা 2 হাজার ছাড়াল

গুজরাতের ভারতীয় ও ইহুদি (বেন ইজরায়েল) বাবা-মায়ের সন্তান লিওরা লোদে জন্মগ্রহণ করেন ৷ 16 বছর বয়সে ভারতে চলে আসেন তিনি । তাঁর বহুল প্রশংসিত বলিউড গান মালা মালা তাঁকে জনপ্রিয় করে তোলে । লিওরা ভারতে থাকাকালীন কুমার শানু, উদিত নারায়ণ এবং সোনু নিগমের সঙ্গে গান গেয়েছেন । 1991 থেকে 1997 সালের মধ্যে তিনি ভজন এবং গজলও গেয়েছিলেন ।

23 বছর বয়সে লিওরা ইজলায়েলে তাঁর বাবা-মা এবং ভাইবোনদের থেকে দূরে ভারতে আট বছর কাটিয়ে হোমসিক বোধ করেন ৷ যার ফলে ইজরায়েলে ফিরে যান তিনি । মালা মালা গানটিকে তিনি বলেন, 'ইসরায়েলি বলিউড নম্বর', এই গানে ইজরায়েলি সঙ্গীত শিল্পেও বিখ্যাত করে তুলেছেন তিনি । লিওরার 'তু হ্যায় মেরা প্যায়ার পেহলা' গানটি হিন্দি ও হিব্রুর সংমিশ্রণে তৈরি ৷ এই গান তাঁকে ইজরায়েলের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details