হায়দরাবাদ, 13 অক্টোবর:ইজরায়েলের সবচেয়ে বিখ্যাত গায়িকা লিওরা ইৎজাক শোনালেন তাঁর দেশের ভয়াবহ পরিস্থিতির কথা ৷ বলিউডে গান গাওয়া একমাত্র ইজরায়েলি গায়িকা তিনি ৷ মুম্বইতে থেকে বলিউডে প্লেব্যাক হিসেবে ডেবিউ করেছেন ৷ হামাসের সঙ্গে ইজরায়েলের তীব্র যুদ্ধে যখন দু দেশে মৃত্যুমিছিল লেগেই রয়েছে, তখনই ইজরায়েলের এই গায়িকা নিজের ভয়ংকর পরিস্থিতির কথা জানালেন ৷ বললেন, দেশে তাঁকে ও তাঁর পরিবারকে বেশিরভাগ সময়ই বাড়ির বাংকারে থাকতে হচ্ছে ৷ ইজরায়েলে তাঁর সেন্ট্রাল সাউথের বাড়ি থেকে গাজা মাত্র 40 মিনিট দূরত্বে অবস্থিত ।
ইজরায়েলি গায়িকা লিওরার কথায়, "মিসাইলের শব্দ এবং নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ক্রমাগত ভয় আমাদের তাড়িত করছে । আমরা নিদ্রাহীন রাত কাটাচ্ছি এবং অনেক বয়স্ক ব্যক্তি যাঁরা হামলার থেকে কোনওক্রমে রক্ষা পেয়েছেন, তাঁরা বলছেন যেন সেই হলোকাস্ট মুহূর্ত ফিরে এসেছে ৷" উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপীয় ইহুদিদের গণহত্যার ঘটনাই হলোকাস্ট ৷
ভয়াবহতার কথা উল্লেখ করে লিওরা বলেন, তাঁর কয়েকজন পরিচিত বয়স্ক মানুষ, হামলা থেকে বেঁচে গেলেও হামাসের হাতে বন্দি হয়েছেন ৷ লিওরা শনিবারের ভয়াবহ হামলার কথা বলতে গিয়ে বলেন, প্রথম তাঁর 16 বছর বয়সি মেয়ে তার মোবাইল অ্যাপে হামাসের বেনজির হামলার কথা জানতে পারে ৷ লিওরা বলেন, "আমরা যখন উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন এই হামলার ঘটনা ঘটে । আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম, আমার মেয়ে ছুটে এসে আমাকে বোমা হামলা ও ভয়ংকর হামলার কথা জানায় ৷"