জেরুজালেম, 6 নভেম্বর: গাজার দুটি শরণার্থী শিবিরে রবিবার বিমান হামলা চালাল ইজরায়েল ৷ এই হামলায় মৃত্যু হয়েছে বহু মানুষের ৷ এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা ৷ মানবিকতার প্রশ্নে যুদ্ধবিরতির ডাক দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের সেই আহ্বানের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতির ডাককে প্রত্যাখ্যান করেছেন ৷ তাঁর কথায়, "যতক্ষণ না জঙ্গিদের হাতে বন্দি 240 ইজরায়েলি মুক্তি পাচ্ছেন ততক্ষণ যুদ্ধে সাময়িক বিরতি দেওয়া হবে না ৷" পাশাপাশি, নেতানিয়াহু বিমান ঘাঁটির দায়িত্বে থাকা ইজরায়েলি বাহিনীর সঙ্গেও দেখা করে তাদের অভিযান চালিয়ে যেতে বলেন ৷
প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের জন্য রামাল্লায় যান মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন । প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে ইজরায়েলে আলোচনার পর ব্লিঙ্কেন শনিবার জর্ডানে এই অঞ্চলের কয়েকটি দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে দেখা করেন ৷ নেতানিয়াহু ওই বৈঠকে জানিয়েছিলেন, হামাসের হাতে বন্দি ইজরায়েলের সমস্ত মানুষকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনও সাময়িক যুদ্ধবিরতি হতে পারে না ।
গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইজরায়েল-হামাস যুদ্ধে প্যালেস্তাইনে নিহতের সংখ্যা প্রায় 10 হাজার। অধিকৃত পশ্চিম তীরে হিংসা ও ইজরায়েলি হামলায় 140 জনেরও বেশি প্যালেস্তাইনিদের প্রাণ গিয়েছে । ইজরায়েলে 1 হাজার 400 জনেরও বেশি মানুষ এই যুদ্ধে নিহত হয়েছেন ৷ তাদের বেশিরভাগই 7 অক্টোবর হামাসের হামলায় প্রাণ হারান ৷ সেই হামলা থেকেই এই যুদ্ধ শুরু হয়েছিল ৷ সেসময় 242 জনকে বন্দি করে ইজরায়েল থেকে গাজায়ে এনেছিল জঙ্গি গোষ্ঠী হামাস ৷ হামাসের সঙ্গে মধ্যস্থতাকারী মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, ইজরায়েল এবং কাতারের মধ্যে একটি চুক্তির অধীনে বুধবার থেকে প্রায় 1 হাজার 100 জন রাফাহ ক্রসিং দিয়ে গাজা উপত্যকা ত্যাগ করেছে ।