জেরুজালেম, 18 নভেম্বর: ইজরায়েলের সেনাবাহিনীর হাতে নিহত পাঁচ প্যালেস্তাইনের নাগরিক ৷ মৃতদের মধ্যে তিনজন জঙ্গি ৷ শুক্রবার গাজার ওয়েস্ট ব্যাংক এই পাঁচ প্যালেস্তাইন নাগরিকদেরকে হত্যা করে ইজরায়েলি সেনা ৷ স্থানীয় সংবাদ সূত্রের খবর, ইজরায়েলি সেনার ট্রাক ও বুলডোজার সেখানকার জেনিন শরণার্থী শিবিরে প্রবেশ করে । সেই আক্রমণেই পাঁচজন নিহত হয়, যাদের মধ্যে তিনজন ইসলামিক জিহাদ জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে দাবি করা হচ্ছে । প্যালেস্তাইনের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, এই হামলায় অন্তত 15 জন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর ।
এর আগে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় ঢুকে পড়ে ইজরায়েলের সেনা । সেখানেও হামাসের জঙ্গিদের টার্গেট করেই অভিযান চালায় ইজরায়েল সেনা । যতদিন যাচ্ছে গাজা উপত্যকায় আক্রমণ বাড়াচ্ছে ইজরায়েল ৷ ইজরায়েল -গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওয়েস্ট ব্যাংকে হিংসার ঘটনায় নিহত হয়েছেন 205 প্যালেস্তাইন নাগরিক ৷ যা 2000 সালের প্রথম দিকে দ্বিতীয় প্যালেস্তাইন বিদ্রোহের পর ইজরায়েলের সবচেয়ে মারাত্মক আঘাত বলে মনে করা হচ্ছে ।