তেল আভিভ, 19 অক্টোবর: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে ‘প্রাইভেট মিটিং’ করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ বৃহস্পতিবার জেরুজালেমে এই বৈঠক হয় ৷ এই নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রীর সরকারি এক্স হ্যান্ডেলে পোস্টও করা হয় ৷ সুনক এ দিন ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগের সঙ্গেও দেখা করেন ৷
ব্রিটিশ প্রধানমন্ত্রী ইজরায়েলের পাশে দাঁড়ানোয় খুশি সেদেশের প্রেসিডেন্ট ৷ সোশাল মিডিয়ায় এই নিয়ে তিনি লিখেছেন, "ইজরায়েলে আসার জন্য এবং ইজরায়েলের জনগণের প্রতি আপনার সমর্থন ও দৃঢ় অবস্থানের জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনককে ধন্যবাদ । এখনই সময় একটি স্পষ্ট নৈতিক কণ্ঠস্বর প্রকাশ করার ৷ এটি সমস্ত মানবতার মূল্যবোধের লড়াই । বিশ্বকে বুঝতে হবে যে আমরা যদি হামাস এবং অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে হত্যা ও অপরাধমূলক হামলা চালানো থেকে বিরত না করি, তাহলে তারা শুধু ইজরায়েলের সঙ্গে লড়াই করে থেমে থাকবে না ।"
অন্যদিকে ঋষি সুনক এই নিয়ে বলেন, "আমি সবেমাত্র প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগের সঙ্গে দেখা করেছি এবং সন্ত্রাসী হামলায় আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের দেওয়া সাহায্য করার জন্য আমার কৃতজ্ঞতা জানিয়েছি । গাজার সাধারণ ফিলিস্তিনিদের জন্য জরুরি মানবিক সহায়তা পাওয়ার গুরুত্ব নিয়ে আমরা একমত হয়েছি ৷" এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইজরায়েলের পৌঁছানোর পর বলেন, "আমি ইজরায়েলে আছি, শোকগ্রস্ত একটি দেশে । আমি আপনাদের সঙ্গে শোকাহত এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপনাদের পাশে দাঁড়িয়েছি ।"
ইজরায়েলে অনেক ক্ষতিগ্রস্তের সঙ্গে কথা বলেন ঋষি সুনক ৷ সেই অভিজ্ঞতার কথাও তিনি পোস্ট করেন সোশাল মিডিয়ায় ৷ এই লড়াইয়ের অবসানে সারা বিশ্বকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ৷