পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Sunak-Netanyahu Meeting: জেরুজালেমে ঋষি সুনকের সঙ্গে বৈঠক নেতানিয়াহুর - বেঞ্জামিন নেতানিয়াহু

Benjamin Netanyahu holds private meeting with Rishi Sunak: হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য ৷ ইজরায়েলের পাশে থাকার অঙ্গীকার নিয়ে বৃহস্পতিবার সেখানে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ৷ সেখানে তিনি বৈঠক করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ৷

PC - Israeli PM X
PC - Israeli PM X

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 7:20 PM IST

তেল আভিভ, 19 অক্টোবর: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে ‘প্রাইভেট মিটিং’ করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ বৃহস্পতিবার জেরুজালেমে এই বৈঠক হয় ৷ এই নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রীর সরকারি এক্স হ্যান্ডেলে পোস্টও করা হয় ৷ সুনক এ দিন ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগের সঙ্গেও দেখা করেন ৷

ব্রিটিশ প্রধানমন্ত্রী ইজরায়েলের পাশে দাঁড়ানোয় খুশি সেদেশের প্রেসিডেন্ট ৷ সোশাল মিডিয়ায় এই নিয়ে তিনি লিখেছেন, "ইজরায়েলে আসার জন্য এবং ইজরায়েলের জনগণের প্রতি আপনার সমর্থন ও দৃঢ় অবস্থানের জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনককে ধন্যবাদ । এখনই সময় একটি স্পষ্ট নৈতিক কণ্ঠস্বর প্রকাশ করার ৷ এটি সমস্ত মানবতার মূল্যবোধের লড়াই । বিশ্বকে বুঝতে হবে যে আমরা যদি হামাস এবং অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে হত্যা ও অপরাধমূলক হামলা চালানো থেকে বিরত না করি, তাহলে তারা শুধু ইজরায়েলের সঙ্গে লড়াই করে থেমে থাকবে না ।"

অন্যদিকে ঋষি সুনক এই নিয়ে বলেন, "আমি সবেমাত্র প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগের সঙ্গে দেখা করেছি এবং সন্ত্রাসী হামলায় আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের দেওয়া সাহায্য করার জন্য আমার কৃতজ্ঞতা জানিয়েছি । গাজার সাধারণ ফিলিস্তিনিদের জন্য জরুরি মানবিক সহায়তা পাওয়ার গুরুত্ব নিয়ে আমরা একমত হয়েছি ৷" এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইজরায়েলের পৌঁছানোর পর বলেন, "আমি ইজরায়েলে আছি, শোকগ্রস্ত একটি দেশে । আমি আপনাদের সঙ্গে শোকাহত এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপনাদের পাশে দাঁড়িয়েছি ।"

ইজরায়েলে অনেক ক্ষতিগ্রস্তের সঙ্গে কথা বলেন ঋষি সুনক ৷ সেই অভিজ্ঞতার কথাও তিনি পোস্ট করেন সোশাল মিডিয়ায় ৷ এই লড়াইয়ের অবসানে সারা বিশ্বকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ৷

ইজরায়েল ও হামাসের মধ্যে এই লড়াই শুরু হওয়ার পর বিশ্বের অনেক দেশই ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে ৷ বুধবার সেখানে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তাঁর আগে মঙ্গলবার ইজরায়েলে যান জার্মান চ্যান্সেলার ওলাফ স্কোলজ ৷ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাঁকরও সেখানে গিয়েছিলেন বলে খবর ৷

গত 7 অক্টোবর হামাসের আচমকা হামলার পর থেকেই গাজায় পালটা আক্রমণ করছে ইজরায়েল ৷ সেদেশের স্বাস্থ্যমন্ত্রকের দাবি, জঙ্গিহানায় এখনও পর্যন্ত 309 জন আহত হয়েছেন ৷ এই পরিসংখ্যান যুদ্ধ শুরু হওয়ার পরের৷ হামাসের হামলার দিনই প্রায় সাড়ে চার হাজার মানুষ আহত হয়ে হাসপাতালে ভরতি হন ৷

এ দিকে এই লড়াইয়ে দু’পক্ষের বহু মানুষ নিহত হয়েছেন ৷ দক্ষিণ ইজরায়েলে পদাতিক সেনা অনুমতির অপেক্ষায় রয়েছে ৷ শীর্ষস্তর থেকে অনুমতি পেলেই তারা গাজায় প্রবেশ করবে ৷ কিন্তু ইজরায়েলের উত্তর দিকের প্রতিবেশী লেবাননও তাদের উপর হামলা শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে ৷ ফলে সময়ের সঙ্গে সঙ্গে সংকট আরও বাড়ছে ৷

সংবাদসংস্থা - এএনআই

আরও পড়ুন:প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক, ইজরায়েলে পৌঁছলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক

ABOUT THE AUTHOR

...view details