জেরুজালেম, 6 অগস্ট:'মগজখেকো অ্য়ামিবা'র (Brain-eating Amoeba) কবলে পড়ে প্রাণ গেল 36 বছরের এক ইজরায়েলি যুবকের ! ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকেই এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে ৷ এই প্রসঙ্গে তাদের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, ওই যুবক নায়েগ্লেরিয়াসিস (Naegleriasis) নামে এক বিরল অসুখে আক্রান্ত হন ৷ চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে প্রাইমারি অ্যামিওবিক মেনিনগোএনসেফেলাইটিস (Primary Amoebic Meningoencephalitis) বলা হয় ৷
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নায়েগ্লেরিয়াসিস আদতে এক ধরনের বিরল সংক্রমণ ৷ যা মানুষের মস্তিষ্কে ছড়িয়ে পড়ে (Rare Brain Infection) ৷ এর নেপথ্য়ে রয়েছে 'নায়েগ্লেরিয়া ফাওলেরি' (Naegleria Fowleri) নামে এক ধরনের অ্য়ামিবা (Amoeba) ৷ যার প্রধান খাদ্য হল মস্তিষ্ক ৷ এই এককোষী জীব সাধারণত মৃদু উষ্ণ পরিষ্কার জলে বসবাস করে ৷ বিভিন্ন স্বচ্ছ ও স্বাদু জলের জলাশয়, নদীতে নায়েগ্লেরিয়া ফাওলেরির সন্ধান মেলে ৷ অনেক সময় পাহাড়ি ঝর্না এবং প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণেও এই অ্য়ামিবা ঘাঁটি গাড়ে ৷ সাঁতার কাটার সময় বা বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস চলাকালীন নায়েগ্লেরিয়া ফাওলেরির শিকার হওয়ার আশঙ্কা থাকে ৷ আর একবার এর কবলে পড়লে অধিকাংশ ক্ষেত্রেই বাঁচার কোনও সম্ভাবনা থাকে না ৷